বাড়ছে নোবেল পুরস্কারের অর্থমূল্য! কত টাকা পাচ্ছেন এবারের বিজয়ীরা

বিজয়ীদের নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়াতে চলেছে নোবেল ফাউন্ডেশন! এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পেতে চলেছেন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) যা আগে ছিল ১ কোটি ক্রোনার। ভারতীয় মুদ্রায় হিসাব কষলে বর্তমানে পুরস্কারের অর্থমূল্যের পরিমাণ প্রায় ৮ কোটি ১৮ লাখ টাকা। পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এই বিষয়ে জানিয়েছে।

তবে বিগত বছরগুলিতে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো বা কমানো হয়েছে। ফাউন্ডেশনের আর্থিক অবস্থা কেমন যাচ্ছে, তার ওপর নির্ভর করেই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়। ২০১২ সালে পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ক্রোনায় থেকে কমিয়ে ৮০ লাখ ক্রোনায় করা হয়েছিল। ২০১৭ সালে সেটিকে বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা করা হয়। ২০২০ সালে সেটিকে আবারও বাড়িয়ে ১ কোটি ক্রোনায় করে নোবেল ফাউন্ডেশন। একটি বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।

(আরও পড়ুন: পূর্ব থেকে পশ্চিম ‘ভারত জোড়ো যাত্রা ২’ হোক! চাইছেন CWC-র অনেকে: চিদম্বরম)

তবে, গত এক দশকে ইউরোর সাপেক্ষে প্রায় ৩০ শতাংশ দর পতন হয়েছে সুইডিশ ক্রোনার। ফলে সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীদের ক্ষেত্রে বিষয়টি কতটা লাভ হবে, তা দেখবার বিষয়। সাম্প্রতিক হিসেব অনুসারে, ভারতীয় মুদ্রায় ৭.৪২ টাকা সমানে ১ সুইডিশ ক্রোনার। অর্থাৎ ডলারের সাপেক্ষে অনেকটাই কম এর বাজার মূল্য। ২০১৩ সালে পুরস্কারের অর্থমূল্য কমে ৮০ লাখ সুইডিস ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছরে প্রায় ১২ লাখ ডলার মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন। চলতি বছরের ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে এবছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। তারপর ক্রমান্বয়ে জানা যাবে কাদের হাতে উঠতে চলেছে এ বছরের পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।