Adhir Ranjan Chowdhury: ‘বলুন আমি বেরিয়ে যাচ্ছি…’ নতুন সংসদ ভবনে খাড়গের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করতেই ‘চটলেন’ অধীর

স্নেহাশিস রায় 

রবিবার নতুন সংসদ ভবনের মাথায় জাতীয় পতাকা উত্তোলন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নয়া অধিবেশনের আগে এই পতাকা তোলা হল এদিন। লোকসভা স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, পীযুষ গোয়েল, অর্জুন রাম মেঘাওয়াল এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী অনুপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে কংগ্রেস এমপি অধীর রঞ্জন চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এদিকে অনুষ্ঠান শেষ হতেই সাংবাদিকরা প্রশ্ন করেন অধীর চৌধুরীকে , রাহুল গান্ধী আর খাড়গে কেন অনুষ্ঠানে নেই? 

তার জবাবে অধীর বলেন, আমি এখানে আছি এটা কি যথেষ্ট নয়?  আমি কি এখানে প্রয়োজনীয় নয়, বলুন বেরিয়ে যাচ্ছি। তাঁর মতে কার্যত যাঁরা এখানে আছেন তাঁদের নিয়ে মনোযোগ দিন।

তিনি জানিয়েছেন দেরি করে আমায় আমন্ত্রণ জানানো হয়। তিনি জানিয়েছেন যখন আমন্ত্রণ জানানো হয় তখন হায়দরাবাদে ছিলাম। এনিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করে রাজ্য সভার জেনারেল সেক্রেটারি পিসি মোদীকে চিঠিও লিখেছেন অধীর। তাঁর অভিযোগ বেশ দেরি করে আমায় আমন্ত্রণের কথা জানানো হয়েছে। এটা ঠিক নয়। 

সূত্রের খবর, তিনি  পার্টির নতুন করে তৈরি হওয়া কার্যকরী কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন। এরপরই তিনি দিল্লি চলে আসেন। 

অন্যদিকে হায়দরাবাদে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিং। সেখানে মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, আর বসে থাকার সময় নেই। দিন রাত কাজ করে যেতে হবে। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। একনায়কতন্ত্রকে সরিয়ে ভারতের গণতন্ত্রকে ফেরৎ আনতে হবে।

তিনি বলেন দেশ বদল চাইছে। কর্ণাটকে, হিমাচলে আমরা জয় পেয়েছি। তবে এবার পেছন ফিরে বসে থাকার সময় নয়। এখন কঠোর পরিশ্রম করতে হবে। রাত দিন কাজ করে যেতে হবে।