Asia Cup 2023 Kuldeep Yadav Credits Rohit Sharma After Winning Man Of The Series Award

কলম্বো: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023 Final) শ্রীলঙ্কাকে কার্যত নাস্তানাবুদ করে অষ্টমবার এশিয়াসেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১০ উইকেটে জিতে নিয়েছে ফাইনাল। খেতাবি লড়াইয়ে ফাস্ট বোলার, আরও নির্দিষ্ট করে বলতে গেলে মহম্মদ সিরাজ়ের দাপট দেখা গেলেও, টুর্নামেন্ট সেরার পুরস্কার কিন্তু জিতেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। 

ফাইনালে কোনও উইকেট পাননি কুলদীপ। বল করেছেন মাত্র দুই ওভার। তবে টুর্নামেন্টের সুপার ফোরে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। তাঁর দৌলতেই পরপর দুই দিন দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল ভারত। এক ম্যাচে পাঁচ ও পরের ম্যাচে চার উইকেট নেন তিনি। নয় উইকেট নিয়েই টুর্নামেন্ট সেরা হন কুলদীপ। বিগত দেড় বছর ধরে নিজের বোলিং নিয়ে খুবই খাটাখাটনি করেছেন এবং তার ফলেই এই সাফল্য পেয়েছেন বলে জানান কুলদীপ। 

পুরস্কারবিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার ছন্দে ফিরে পেতে বিগত বছর দেড়েক ধরে প্রচুর খাটা খাটনি করেছি। ক্রিজেও আরও আক্রমণাত্মকভাবে ছুটে আসছি। নিজের বোলিং দেখে আমার নিজেরও বেশ ভাল লেগেছে। টি-টোয়েন্টিতে সঠিক লেংথে বল করাটা বেশি জরুরি। উইকেট নেওয়ার বিষয়ে তেমনটা ভাবনাচিন্তার সুযোগ থাকে না। সেই কারণেই সঠিক লেংথে বোলিং করার দিকে নজর দিয়েছি।’

এরপরেই নিজের সাফল্যের জন্য তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকেও কৃতিত্ব দেন। রোহিতকে বাহবা দিয়ে কুলদীপ বলেন, ‘আমার সাফল্যের অনেকটা কৃতিত্বই রোহিত ভাইয়ের। ওঁ আমায় আমার বলের গতি নিয়ে খাটার পরামর্শ দিয়েছিল। আমাদের ফাস্ট বোলাররাও তো পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট নিচ্ছেন। তাই পরবর্তী সময়ে স্পিনারদের বোলিং করাটা অনেকটাই সহজ হয়ে যায়।’

অপরদিকে, গ্যালারিভর্তি দর্শকদের সামনে ম্যাচ হেরে অনুতপ্ত শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক বলেছেন, ‘আমি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। যাঁরা মাঠ ভরিয়েছিলেন। আমরা আপনাদের হতাশ করেছি। তার জন্য দুঃখিত। তবু এই নিঃশর্ত সমর্থনের জন্য কৃতজ্ঞ।’ ভারতীয় দলকে খেতাব জয়ের জন্য কিন্তু অভিনন্দনও জানিয়েছেন শনাকা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?