Asia Cup Final, India Vs Sri Lanka: India, Sri Lanka Meet With Bigger Goals In Mind Get To Know

কলম্বো:  ২০১৮ সালে শেষবার। এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হওয়া এই টুর্নামেন্টে সুপার ফোর থেকেই বিদায়ঘণ্টা বেজে যায়। তবে এবার আর তীরে এসে তরী ডোবাতে নারাজ টিম ইন্ডিয়া। আজ চলতি বছরের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল।

গত বছর সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হার ভারতের স্বপ্নভঙ্গ করেছিল। এবারও ফেভারিট হিসেবে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত, রাহুল, বিরাটরা, বুমরারা। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হার কিছুটা তাল কাটলেও, আজকের ম্য়াচেও লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে ভারতকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

তবে বাংলাদেশের বিরুদ্ধে হার কিন্তু আরও একটা বিষয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে। বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডারের ভারসাম্যহীনতা। সূর্যকুমার যাদব ফের ব্যর্থ হয়েছে। ঈশান কিষাণ, কে এল রাহুলও রান পাননি আগের ম্যাচে। বিশ্বকাপের আগে চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে মাথাব্যথা এখনও কমল না দ্রাবিড় ও তাঁর টিম ম্য়ানেজমেন্টের। তবে বুমরা, সিরাজ, শামিদের পারফরম্যান্স স্বস্তি দেবে। 

ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে মোট ৮ বারের সাক্ষাতে সর্বাধিক পাঁচবার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার কি সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে রোহিত বাহিনী?

এই ফাইনাল ম্যাচের আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) হোটেল রুমে এক বৈঠক হয় বলেই খবর। এই বৈঠকে রোহিতের পাশাপাশি দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক অজিত আগরকরও উপস্থিত ছিলেন। তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে বলে খবর। রোহিত শর্মা পরের দিকেই এই বৈঠকে যোগ দেন।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালের আগেই ভারতীয় দল কিন্তু বড় ধাক্কা খেয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে লড়াই করেছিলেন অক্ষর। কিন্তু স্টাম্পিং থেকে বাঁচতে দ্রুত ক্রিজে ঢুকতে গিয়ে পড়ে গিয়ে কব্জিতে চোট পান গুজরাতের স্পিনার। তারপর শ্রীলঙ্কার এক ক্রিকেটারের থ্রো করা বলেও হাতে চোট পান। ইনিংসের শেষ দিকে তাঁকে খোঁড়াতেও দেখা যায়। শনিবার রাতের দিকে ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হল, বাঁদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছেন অক্ষর। তিনি ফাইনালে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সুন্দরের নাম ঘোষণা করা হয়।