Durga Puja 2023: ট্রামে চড়েই এবার দেখুন কলকাতার পুজো, কীভাবে বুকিং করবেন

ঐতিহ্যবাহী ট্রামে চেপে অনেকেরই পুজো দেখার ইচ্ছে থাকে। কিন্তু, পুজোর সময় ট্রাম  পরিষেবা বন্ধ রাখা হয়। যার ফলে শখ পূরণ হয় না অনেকেরই। গত ১০ বছর ধরেই পুজোতে ট্রাম বন্ধ থাকে। তবে এবার ট্রাম প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। যারফলে ট্রামে ঘুরে শহরের বিভিন্ন মণ্ডপের পুজো দেখা যাবে। সেই সঙ্গে ট্রামের মধ্যেই থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতর এ বিষয়ে ছাড়পত্র দিয়েছে।

আরও পড়ুন:  ধর্মতলা থেকে খিদিরপুর ট্রাম রুট বন্ধ হয়ে গিয়েছে, কেন নস্টালজিয়া হারাল মহানগরী?‌

প্রতিবছর পূজোর সময় শহরের রাস্তায় প্রচুর মানুষের ভিড় হয়। সেই সঙ্গে রাস্তায় প্রচুর যানবাহন থাকে। সেই কথা মাথায় রেখে যানজট নিয়ন্ত্রণের জন্য পুজোর সময় ট্রাম চলাচল বন্ধ রাখা হত। তবে এবার ট্রাম চলাচল বন্ধ রাখা হবে না। এবার পুজোয় দুটি রুটে ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে একটি রুট হল এসপ্ল্যানেড–শ্যামবাজার এবং অন্য রুটটি হল এসপ্ল্যানেড–গড়িয়াহাট–এসপ্ল্যানেড রুট। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন সপ্তমী থেকে নবমীর রাত ১০টা পর্যন্ত এই রুটে ট্রাম চলবে। সমস্ত ট্রামই হবে এসি। দর্শনার্থীরা যাতে পুজো উপভোগ করতে পারে সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন। 

পুজোয় যাত্রীদের জন্য বিশেষভাবে ট্রামটিকে সাজানো হবে। থাকবে বড় জানলা। তার মধ্য দিয়ে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পারবেন। ফটো তুলতে পারবেন। তাছাড়া ট্রামের ভিতরে ঢাক বাজবে। মনে করা হচ্ছে প্রচুর বিদেশি দুর্গাপূজা দেখার জন্য ট্রামকে বেছে নিতে পারেন। সেই কথা মাথায় রেখে একজন বিশেষ গাইড নিযুক্ত করা হবে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই ট্রামে চড়ে শহরের বেশ কয়েকটি বড় পুজো দেখা সম্ভব। যার মধ্যে রয়েছে নলিনী সরকার স্ট্রীট, একডালিয়া, সিংঘি পার্কের পুজো। হাতিবাগান এবং কাশি বোস লেনের পুজো। এই ট্রামে চা এবং স্ন্যাকসের মতো খাবারের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য। ট্রামকে আরামদায় করতেই এই বিশেষ উদ্যোগ। এই ট্রামের ভাড়া ৬০০ টাকা করা হয়েছে। এর জন্য ট্রাম অনলাইনে বুকিং করা যাবে। তার জন্য  www.wbtconline.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করা সম্ভব হবে। এর পাশাপাশি ট্রামের সাহায্যে বেলুড় মঠ, শোভাবাজার রাজ বাড়ির পুজো, বেহালার রায় বাড়ি পুজোও দেখা যাবে। খাওয়াদাওয়া, সন্ধ্যায় খাওয়া নিয়ে খরচ ১৯০০ টাকা হতে পারে।