Modi Birthday Greetings in Sanskrit: সংস্কৃতে গান গেয়ে জন্মদিনে ‘উইশ’ তরুণীর, মুখে হাসি মোদীর, অর্থ কী? রইল ভিডিয়ো

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংস্কৃত ভাষায় শুভেচ্ছা জানালেন এক তরুণী। দিল্লি মেট্রোতে চেপে যখন প্রধানমন্ত্রী আসছিলেন, তখন সংস্কৃত ভাষায় জন্মদিনের গান গেয়ে তাঁকে শুভেচ্ছা জানান ওই যাত্রী। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই নয়া ধাঁচে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ওই তরুণীর প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। কেউ-কেউ অবশ্য মোদীর উদ্দেশ্যে কটাক্ষও ছুড়ে দিয়েছেন। যিনি আজ নিজের ৭৩ তম জন্মদিন উদযাপন করছেন। একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করেছেন।

রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন ‘যশোভূমি দ্বারকা সেক্টর ২৫’ পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া ইন্টারম্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার’ উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। যাত্রীদের পাশে বসেন। মেট্রোয় সফরের সময় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান যাত্রীরা। হাসিমুখে ‘হ্যাপি বার্থডে’ বলতে থাকেন অনেকেই। মোদীর সঙ্গে সেলফি তোলেন। 

আরও পড়ুন: ‘Most Popular Global Leader’ PM Modi: ধারেকাছেও নেই বাইডেন-সুনকরা! বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা মোদী, উঠে এল সমীক্ষায়

তারইমধ্যে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়ে নেন ওই তরুণী। মোদী যে আসনে বসেছিলেন, সেটার ঠিক পাশের আসনেই ওই তরুণী বলেছিলেন। হাসিমুখে মোদীকে তিনি বলেন, ‘আজ আপনার জন্মদিন। আপনাকে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।’ তারপর হাতে তাল দিয়ে সংস্কৃতি ভাষায় মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে থাকেন। যে শুভেচ্ছা শুনে মোদীর মুখেও হালকা হাসির রেশ দেখা যায়।

ওই তরুণী সংস্কৃতে যে গান গেয়েছেন, বাংলায় সেটার অর্থ হল, ‘প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা। আজকের দিনটা যেন আপনার জন্য আনন্দ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। ঈশ্বর যেন সর্বদা আপনাকে রক্ষা করেন। আপনি চিরকাল যেন মহৎ কাজ করে যেতে পারেন। আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক।’

আরও পড়ুন: Putin praises Modi: ‘একদম ঠিক করছেন মোদী, ভারতের থেকে শেখা উচিত আমাদের’, ‘বন্ধু’-র প্রশংসায় পুতিন