Neeraj Chopra Misses Out On Wanda Diamond League Title By Barest Of Margins, Finishes Second

নয়াদিল্লি: কিছুদিন আগেই অ্য়াথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এর আগে অলিম্পিক্সেও সোনা জিতেছেন। স্বপ্নের ফর্মে থাকলেও ডায়মন্ড লিগ ফাইনালে অল্পের জন্য সোনা খোয়াতে হল নীরজ চোপড়াকে। ১৬ সেপ্টেম্বর ফাইনালে ৮৩.৮০ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন পানিপথের তরুণ। ডায়মন্ড লিগের ফাইনাল জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভ্যাডলেচ। যিনি তার প্রথম প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার থ্রো করেছিলেন। এদিন প্রথম থ্রো-টি ফাউল হয়ে যায় নীরজের। যদিও দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই ৮৩.৮০ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। এর আগে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। কিন্তু এবার আর পারলেন না। চেক প্রজাতন্ত্রের ভিটেজস্লাভ ভেসেলি ২০১২ এবং ২০১৪ সালে খেতাব জিতেছিলেন। এছাড়া জাকুব ভ্যাডলেচ ২০১৬ এবং ২০১৭ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। নীরজ এবার খেতাব জিতলে তিনি বিশ্বের তৃতীয় ও ভারতের প্রথম প্লেয়ার হিসেবে এই নজির গড়তেন। নীরজের নজরে এ বার এশিয়ান গেমস। জাকার্তা এশিয়ান গেমসে সোনার পদক জিতেছিলেন। হাংঝৌতে তাঁর কাছ থেকে সোনার প্রত্যাশায় ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Atheletics Championship 2023) প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ২০২২ সালে এই প্রতিযোগিতা থেকেই রুপো জিতে ফিরতে হয়েছিল। আক্ষেপ ছিল মনে। এবার আর ভুল করলেন না। জ্যাভলিনের ফাইনালে দ্বিতীয় থ্রো-তেই নিজের সেরা ৮৮.১৭ মিটার দূরত্বে বর্ষা ছুড়ে সোনা জিতে নেন পানিপথের তরুণ। টোকিও অলিম্পিক্সের পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপ। তিন বছরে দুটো সোনা জিতে নিলেন নীরজ। তবে এত বড় সাফল্যের পরও নীরজ মনে করেন যে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে। 

সোনা জয়ের পর ভিডিও কলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীরজ বলেন, ”একটা কথা আছে যে থ্রোয়ারদের কোনও অন্তিম সীমানা থাকে না। আমিও মনে করি যে আমার জীবনে এখনও অনেক কিছুই করার আছে। হয়ত অনেকগুলো পদক জিতে নিয়েছি। কিন্তু এখনও আমি মনে করি আমার কাছ শেষ হয়নি। আমি ভাগ্যবান যে আমার কাছে জ্যাভলিন রয়েছে। আমি আরও পরিশ্রম করব, আমি আরও প্রতিযোগিতায় নেমে আরও পদক জিততে চাই দেশের জন্য। দেশকে আরও গর্বিত করতে চাই।”