হার নিশ্চিত জেনে তেহট্টের সমবায়ে প্রার্থী দেয়নি TMC, স্বীকারোক্তি দলেরই বিধায়কের

হার নিশ্চিত জেনেই তেহট্টের সমবায় নির্বাচনে প্রার্থী দেয়নি তৃণমূল। মৃগী কৃষি উন্নয়ন সমিতিতে বামেদের বিপুল জয়ের পর সংবাদমাধ্যমের সামনে অকপট স্বীকারোক্তি তৃণমূল বিধায়ক তাপস সাহার। সরাসরি বিধায়ক একথা স্বীকার করে নেওয়ায় দলের মধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

রবিবার তেহট্ট ১ নম্বর ব্লকের মৃগী কৃষি উন্নয়ন সমবায়ের ভোটে বিপুল জয় পায় বামেরা। ৬২ আসনের সমবায়ে ১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জেতে বামেরা। বাকি ৪৪টি আসনে বামেদের সঙ্গে প্রতিদ্বন্দিতা হয় বিজেপির। ফল প্রকাশ হলে দেখা যায় ৬২ আসনের মধ্যে বামেরা পেয়েছে ৫০টি আসন। ১২টি আসন পেয়েছে বিজেপি। কিন্তু এই নির্বাচনে তৃণমূল প্রার্থী না দেওয়ায় নানা রকম জল্পনা শুরু হয়। দলের একাংশ বলতে শুরু করে INDIA জোটের ভোটভাগ রুখতে তৃণমূলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তার সঙ্গে সহমত নন স্থানীয় বিধায়ক তাপস সাহা।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় ফল ভালো হয়নি। সদ্য একটা হারের মুখে পড়ে আবার হারলে দলীয় কর্মীদের মনোবলে প্রভাব পড়তে পারত। তাই প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়।’

তাপসবাবুর এহেন অকপট স্বীকারোক্তি নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। দলীয় নেতৃত্বের একাংশের সঙ্গে তাপসবাবুর কোন্দল কারও অজানা নয়। তার ওপরে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে নিয়ে টানাটানি করছে CBI ও ED. এই পরিস্থিতিতে বিজেপিকে তেহট্টে জায়গা করে দিতে চাইছেন তিনি। যার ফলে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেন তাপস সাহা। বিষয়টি দলকে জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর।