Asia Cup 2023: Virat Kohli Rohit Sharma Jasprit Bumrah Inian Cricketers Arrive At Mumbai On Monday After Winning Asia Cup

মুম্বই: এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Indian Cricket Team)। রবিবার শ্রীলঙ্কাকে ১০ উইকেটে দুরমুশ করে ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া (Team India)।

অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। ৫ বছর পর ফের এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। সোমবার কলম্বো থেকে মুম্বই পৌঁছলেন ভারতীয় ক্রিকেটারেরা। মুম্বই বিমানবন্দরে রোহিত-কোহলিদের দেখে উচ্ছ্বাসে ভাসলেন ক্রিকেটপ্রেমীরা।

হোটেলের ঘরে পাসপোর্ট ফেলে এসেছিলেন রোহিত। তাই কলম্বো বিমানবন্দরে পৌঁছতে কিছুটা দেরিতে পৌঁছয় টিমবাস। কোহলি দিল্লির ক্রিকেটার। তবে এখন তিনি মুম্বইয়ে থাকেন। কলম্বো থেকে তাই সরাসরি মুম্বই উড়ে এসেছেন।

এশিয়া কাপের ফাইনালে ব্যাট করতে নামতেই হয়নি কোহলিকে। কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শুরুতেই কুশল পেরেরাকে ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা।তারপর গোটা ম্যাচ জুড়ে শুধুই মহম্মদ সিরাজ়। শ্রীলঙ্কা ইনিংসের চতুর্থ ওভারে চার উইকেট তুলে নেন হায়দরাবাদের পেসার।

সব মিলিয়ে ২১ রানে ৬ উইকেট নেন সিরাজ়। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ম্যাচ জিতে যায় ভারত। ১০ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ব্যাট করতেই নামেননি। ইনিংস ওপেন করতে নামিয়েছিলেন শুভমন গিল ও ঈশান কিষাণকে। তাঁরাই বাজিমাত করেন।

পিঠের অস্ত্রোপচার করিয়ে দীর্ঘদিন পরে মাঠে ফিরেছিলেন। এশিয়া কাপে (Asia Cup) গ্রুপ পর্বে দুটি মাত্র ম্যাচে খেলেছিলেন তিনি। তারপরই ফের পিঠের চোটে ছিটকে যান। সুপার ফোর বা ফাইনালে খেলতে পারেননি। বিশ্বকাপেও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) খেলা নিয়ে তৈরি হয়ে গিয়েছে সংশয়।

যদিও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এশিয়া কাপে শ্রীলঙ্কাকে দুরমুশ করে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত বলেছেন, ‘এই ম্যাচে শ্রেয়সকে পাওয়া যায়নি। কারণ কয়েকটা মাপকাঠি ও এখনও পূরণ করতে পারেনি। তবে বেশিরভাগ মাপকাঠিই ও পূরণ করেছে। আমি বলব ও ৯৯ শতাংশ ফিট। তবে দেখে ওকে ভালই লাগছে।’ রোহিত যোগ করেছেন, ‘ও ব্যাট করেছে। দীর্ঘক্ষণ ফিল্ডিং করেছে। এই মুহূর্তে ওকে ভাল লাগছে। আমার মনে হয় না ওর পরিস্থিতি আমাদের কাছে উদ্বেগের কিছু বলে।’

আরও পড়ুন: দেশে ফিরলেন এশিয়া চ্যাম্পিয়নরা, মুম্বই বিমানবন্দরে রোহিত-কোহলিদের ঘিরে উচ্ছ্বাস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন