Birth Certificate: শিশুর জন্মের পরে হাসপাতালেই বার্থ সার্টিফিকেট, নজির তৈরি করল ওই রাজ্য

জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এবার বিপ্লব আনছে উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে সরকারি হাসপাতালে সন্তান হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। এজন্য অভিভাবকদের আবেদন করার দরকার নেই। তবে দেশের মধ্য়ে প্রথম কোনও রাজ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মানে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য় আবার স্থানীয় প্রশাসনের কাছে যাওয়ার আগে দরকার নেই। সরকারি হাসপাতালে বাচ্চা হলে সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট মিলবে।

এফপিজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এজন্য একটা বিশেষ অ্য়াপ থাকছে। নাম MaNTrA। সেই অ্যাপে জন্ম নথিভুক্তিরকরণ করা থাকছে।

প্রাথমিকভাবে ওই রাজ্যের ১০০০টি সরকারি হাসপাতালে এই ব্যবস্থা তৈরি হয়েছে। সেখানে সন্তান প্রসব হওয়ার পরে হাসপাাতলেই মিলবে শংসাপত্র। আসলে ওই অ্যাপে যে তথ্য় থাকবে সেটাই জন্ম শংসাপত্র হিসাবে দেওয়া হবে। হাসপাতালের রেজিস্ট্রার সেখানে ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর করবেন। মুখ্যসচিব( স্বাস্থ্য) পার্থ সারথী সেন শর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, শিশু জন্ম হওয়ার ঘণ্টা খানেকের মধ্য়েই এই জন্ম সংক্রান্ত সার্টিফিকেট দেওয়া হবে। সেটা অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। আগামী মাসে ধাপে ধাপে সমস্ত সরকারি হাসপাতালেই এই পরিষেবা দেওয়া হবে।

এককথায় বড় উদ্যোগ। এর ফলে সরকারি হাসপাতালে সন্তান প্রসব করানোর প্রবণতাও বাড়বে । সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্বও বৃদ্ধি পাবে। এখনও যারা বাড়িতে প্রসবের কথা ভাবেন তাঁরাও সরকারি হাসপাতালে আসবেন। তবে যোগী রাজ্যের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন আর বার্থ সার্টিফিকেটের জন্য় এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না।