ICC ODI World Cup 2023 From Southee To Naseem Shah Gt To Know Complete Injury List

মুম্বই : মাঝে নেই আর একটা মাসও। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ (ICC Men’s ODI World Cup 2023)। ক্রিকেটযুদ্ধে বিশ্বসেরা হওয়ার দৌড়ে লড়াইয়ে নামবে বিভিন্ন দেশ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ভারতের ১০ টি শহরে ৪৬ দিন ধরে চলবে মোট ৪৮ টি ওডিআই ম্যাচ। যদিও বিশ্বকাপের যে লড়াইয়ের আগে চোট-আঘাতের থাবা একাধিক দলে। একঝলকে দেখে নেওয়া যাক, কোন কোন ক্রিকেটার চোট-আঘাতের কবলে। 

নাসিম শাহ (পাকিস্তান)- এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ (Naseem Shah)। বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের পরিকল্পনায় অন্যতম অস্ত্র হিসেবে থাকলেও মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি।  

মহেশ থিকসানা (শ্রীলঙ্কা) – শ্রীলঙ্কার মিস্ট্রি স্পিনার মহেশ থিকসানা ( Maheesh Theekshana)। চলতি বছরে শ্রীলঙ্কার দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – চলতি বছরের অ্যাসেজ সিরিজে কাঁধে চোট পাওয়ার পর থেকে কোনও ম্যাচে খেলেননি মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দলেও তাঁকে রাখা যায়নি। ভারতের মাটিতে বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

অক্ষর প্যাটেল (ভারত) – এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ঊরুতে চোট পেয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। যার জেরে ফাইনালে তাঁর সার্ভিস পায়নি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম দুটো ম্যাচেও সম্ভবত তাঁকে পাওয়া যাবে না। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারের ফিটনেস বিশ্বকাপের আগে কেমন থাকে, তা নিয়ে চিন্তায় ভারতীয় সমর্থকরা।

আনরিখ নর্জে (দক্ষিণ আফ্রিকা)– অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝে স্ট্রেট ফ্যাক্টারে ভুগছেন আনরিখ নর্জে (Anrich Nortje)। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বোলারের সুস্থ হয়ে উঠতে কেটে যেতে পারে বিশ্বকাপের পুরো সময়টাই।

স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)– কবজির চোট কাটিয়ে সুস্থতার পথে স্টিভ স্মিথ (Steve Smith)। অস্ট্রেলিয়ার এই ভরসাযোগ্য ব্যাটারকে আগামী ৮ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া পাবে বলেই প্রত্যাশা রাখছে অজি টিম ম্যানেজমেন্ট।

 

আরও পড়ুন- রোহিত ভুললেন পাসপোর্ট ! টিম হোটেল ছাড়ার আগে ঠায় দাঁড়িয়ে রইল বাস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial