OMR শিট নষ্ট মামলায় মানিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ কেন? CBIএর কাছে রিপোর্ট তলব আদলত

প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্ট করার মামলায় কেন সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করছে না CBI? সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, এই মামলায় সুপ্রিম কোর্ট মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেও জিজ্ঞাসাবাদে কোনও বিধিনিষেধ আরোপ করেনি।

এদিন আদালত CBI-কে প্রশ্ন করে, কেন মানিকের বিরুদ্ধে OMR দুর্নীতির তদন্ত স্তব্ধ হয়ে রয়েছে। তখন সিবিআইয়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বারণ করেছে। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট তো জিজ্ঞাসাবাদ করতে বারণ করেনি। তাহলে সিবিআই মানিককে সংশোধনাগারে গিয়ে জেরা করছে না কেন? এই মামলায় তদন্তে কতটা অগ্রগতি হল তা দুপুর ২টোর মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলেন বিচারপতি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পর্ষদের প্রাক্তন সচিব মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে OMR শিট নষ্ট করার অভিযোগও ওঠে। ২০১৪ সালের OMR শিট কার নির্দেশে কী ভাবে নষ্ট করা হয়েছিল তা জানিয়ে মানিককে হলফনামা জমা দিতে বলে আদালত। কিন্তু আদালতের কাছে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি মানিক। এর পর আদালত তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। এই মামলায় মানিকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় আদালত।

নিয়োগ দুর্নীতিতে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে মানিক। বন্দি তার ছেলে শৌভিকও। গত মাসে জামিন পেয়েছেন মানিকের স্ত্রী শতরূপা।