Sports Highlights: Know Latest Updates Of Teams Players Matches And Other Highlights On 18 Th September 2023

কলকাতা: অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। দশ জনের ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পরাজিত হল মোহনবাগান সুপার জায়ান্ট। এক নজরে খেলার সব খবর।

অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন অশ্বিন

এশিয়া কাপ জিতে আজই দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। সেই সিরিজের জন্য দল ঘোষণা হয়ে গেল। প্রথম দুই ম্যাচের জন্য রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুই ম্যাচে নেতৃত্বে কেএল রাহুল (KL Rahul)। তবে সিরিজের শেষ ম্যাচ খেলবেন তারকা ত্রয়ী।

প্রথম দুই ওয়ান ডে ম্যাচের জন্য সিনিয়রদের অনুপস্থিতিতে বেশ কিছু তরুণ তুর্কিরা সুযোগ পেয়েছেন। তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রুতুরাজ গায়কোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও, তাঁদের এই সিরিজে রাখা হয়েছে। তবে এই দল ঘোষণার পর বর্তমানে সবথেকে বড় হেডলাইন হল বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় ওয়ান ডে দলে আর অশ্বিনের (R Ashwin) প্রত্যাবর্তন। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন অশ্বিন। তার ২০ মাস পরে ফের একবার জাতীয় দলে ফিরলেন তিনি।

মোহনবাগানের হার

কলকাতা ফুটবল লিগের (CFL 2023) সুপার সিক্সে উঠে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। তবে রবিবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে হেরে গিয়েছে সবুজ-মেরুন শিবির। প্রায় এক ঘণ্টা দশ জনের ডায়মন্ড হারবার এফসি-কে পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে মোহনবাগান। আগের ম্যাচেই মহমেডানের সঙ্গে ড্র করেছিল সবুজ-মেরুন শিবির। তার পরেই ডায়মন্ড হারবারের কাছে হার।

দেশে ফিরলেন চ্যাম্পিয়নরা

এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত (Indian Cricket Team)। রবিবার শ্রীলঙ্কাকে ১০ উইকেটে দুরমুশ করে ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। অষ্টমবারের জন্য এশিয়া সেরা হয়েছে ভারত। ৫ বছর পর ফের এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। সোমবার কলম্বো থেকে মুম্বই পৌঁছলেন ভারতীয় ক্রিকেটারেরা। মুম্বই বিমানবন্দরে রোহিত-কোহলিদের দেখে উচ্ছ্বাসে ভাসলেন ক্রিকেটপ্রেমীরা।

হোটেলের ঘরে পাসপোর্ট ফেলে এসেছিলেন রোহিত। তাই কলম্বো বিমানবন্দরে পৌঁছতে কিছুটা দেরিতে পৌঁছয় টিমবাস। কোহলি দিল্লির ক্রিকেটার। তবে এখন তিনি মুম্বইয়ে থাকেন। কলম্বো থেকে তাই সরাসরি মুম্বই উড়ে এসেছেন।

ডেভিস কাপ কেরিয়ারে ইতি

আগেই ঘোষণা করেছিলেন যে মরক্কোর বিরুদ্ধে ম্যাচই তাঁর ডেভিস কাপ (Davis Cup) কেরিয়ারের অন্তিম ম্যাচ হতে চলেছে। সেইমতো রবিবারই নিজের শেষ ডেভিড কাপ ম্যাচে কোর্টে নেমেছিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। সেই ম্যাচে দুরন্ত জয় দিয়ে ডেভিস কাপ কেরিয়ারে ইতি টানলেন তিনি। 

৪৩ বছর বয়সি বোপান্না এখনও বিশ্বের সেরা মঞ্চে নিজের দাপট দেখাচ্ছেন। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলস ফাইনালে পৌঁছছিলেন তিনি। সবথেকে বেশি বয়সি খেলোয়াড় হিসাবে স্ল্যামের ফাইনালে পৌঁছে রেকর্ডও গড়েছিলেন তিনি। তবে ডেভিস কাপে আর নয়। ডেভিস কাপে য়ুকি ভামব্রিকে (Yuki Bhambri) সঙ্গে নিয়ে নিজের শেষ ম্যাচে স্ট্রেট সেটে জয় পেলেন বোপান্নারা। মরক্কোর এলিয়ট বেনচেট্রিট ও ইউনেস লালামি লারুউসিকে ৬-২, ৬-১ স্কোরলাইনে সহজে হারালেন বোপান্না-ভামব্রি জুটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ২০১১-র স্মৃতি এখনও তাজা, সমর্থকদের জন্যই বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি, জাডেজা