IND Vs AUS: Indian Cricket Team Have The Chance To Clinch Top Spot Before ODI World Cup 2023

নয়াদিল্লি: শ্রীলঙ্কাকে হারিয়ে রবিবার অষ্টমবারের জন্য এশিয়াসেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কাকে দাপুটে মেজাজে ১০ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। তা সত্ত্বেও ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছতে পারেননি রোহিত শর্মারা। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষস্থান দখল করে নিয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)।

এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে পরাজিত হতে হয়েছিল তাঁদের। তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া (Australia Cricket Team) ১০০ রানে পরাজিত হওয়ার পরেই শীর্ষস্থান দখল করে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন দল। পাকিস্তানের দখলে ১১৪.৮৯৯ রেটিং পয়েন্ট রয়েছে। তবে তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত ও অস্ট্রেলিয়া। ব়্যাঙ্কিংয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন তারা।

২২ সেপ্টেম্বর থেকেই ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে। সেই সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই শীর্ষস্থান নির্ধারিত হবে। ভারতের দখলে বর্তমানে ১১৪.৬৫৯ রেটিং পয়েন্ট রয়েছে। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ সিরিজ জিতলেই বিশ্বকাপের আগে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নেবে। এমনকী শুক্রবার মোহালিতে প্রথম ম্যাচে জয় পেলেই শীর্ষে পৌঁছে যেতে পারেন রোহিতরা।

অপরদিকে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কাজটা বেশ খানিকটা কঠিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতলেই অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত শীর্ষেই থাকত। ভারতের বিরুদ্ধে সিরিজের ফলাফলও শীর্ষস্থানের হাতবদল ঘটত না। তবে সেই সিরিজে হেরেই পিছিয়ে পড়ে অজ়িরা। তাঁরা যদি একমাত্র ভারতকে হোয়াইটওয়াশ করতে পারে। অর্থাৎ ৩-০ সিরিজ জেতে তবেই ফের একবার ওয়ান ডেতে শীর্ষস্থান ফিরে পাবে।

 

বিশ্বকাপের আগে পাকিস্তান আর কোনও আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ খেলবে না। তাই তাঁদের ভাগ্য সম্পূর্ণভাবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের উপরই নির্ভরশীল। অস্ট্রেলিয়া যদি ভারতকে ২-১ সিরিজ হারায় একমাত্র সেক্ষেত্রেই তাঁরা ব়্যাঙ্কিংয়ের বিচারে এক নম্বর দল হিসাবে বিশ্বকাপ অভিযান শুরু করবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে উঠে আসবে ও ভারত তৃতীয় স্থানে নেমে যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ২০১১-র স্মৃতি এখনও তাজা, সমর্থকদের জন্যই বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি, জাডেজা