Mohammad Shami Appeared Alipore Court Hasin Jahan Domestic Violence Know Details

কলকাতা: বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা দিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। আজ আলিপুর পুলিশ কোর্টে (Alipore Police Court) হাজিরা দেনন শামি। আদালতে গিয়ে জামিনের আবেদনও করেন তিনি। 

২০১৮ সালে যাদবপুর থানায় স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) দায়ের করা এফআইআরের ভিত্তিতে গত মাসের ২১ তারিখ আলিপুর আদালত এক মাসের মধ্যে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেইমতোই এদিন আদালতে হাজির হন শামি। প্রাথমিকভাবে শামি, তাঁর দাদা বাদেও শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ – ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু হয়। তবে পরবর্তীতে পুলিশ চার্জশিটে জানায় শামি ও তাঁর দাদা বাদে বাকিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তারকা ক্রিকেটার ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।

শামির আদালতে হাজিরা নিয়ে অবশ্য প্রথমে খানিকটা ধন্দ তৈরি হয়েছিল। এদিন আদালতে হাসিন জাহানের আইনজীবির পক্ষে সওয়াল করা হয়, শুনানি চলাকালীন উপস্থিত থাকতে বলা হলেও, তবু, শামি কেন আসেননি। তখনই তাঁর জবাবে বিচারক বলেন, ‘শামি আদালতে হাজিরা দিয়েছেন। ওঁ আমার হেফাজতে আছেন।’ শামির জামিনের আবেদনের অর্ডার আপাতত রিজার্ভ রাখা হয়েছে। পরে সব কিছু খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।