রাজস্থানে ২৬ আঙুল নিয়ে জন্মাল শিশু, দেবীর অবতার ভেবে আরাধনায় মেতে পরিবার

সম্প্রতি রাজস্থানে জন্ম হল ২৬টি আঙুলযুক্ত এক শিশুর। রাজস্থানের ভাটপুরে এই শিশু কন্যাটি জন্মগ্রহণ করেছে আর পাঁচটা শিশুর তুলনায় অস্বাভাবিক দৈহিক বৈশিষ্ট্য নিয়ে। আর এই শিশুটিকে নিয়েই শুরু হয়েছে এক অদ্ভুত উন্মাদনা। পরিবারের সদস্যরা শিশুটির দৈহিক সমস্যা বা অস্বাভাবিকতা কোন কিছুতেই গুরুত্ব দিতে রাজি নয়। তারা মেতে রয়েছে সন্তানকে দেবী অবতারে পাওয়ার আনন্দে। হ্যাঁ, আশ্চর্য হলেও সত্যি এই ২৬টি আঙ্গুলযুক্ত শিশুটিকে ধোলাগড় দেবীর অবতার রূপে আরাধনা করতে ব্যস্ত শিশুটির পরিবার।

(আরও পড়ুন: Nawaz Sharif: ভারত যখন চাঁদে যাচ্ছে তখন পাকিস্তান বাটি হাতে ভিক্ষে করছে, বেলাগাম নওয়াজ শরিফ)

দু’হাতে সাতটি আঙুল এবং দু পায়ে ছটি আঙুল নিয়ে জন্মগ্রহণ করেছে ভাটপুরের এই শিশুটি। চিকিৎসকরা এই বিষয়টিকে জিনগত সমস্যার কারণেই ঘটেছে বলে জানিয়েছেন। ভবিষ্যতে শিশুটির স্বাভাবিক জীবন যাপন করতে কোনও সমস্যা হবে না, আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তবে এই জিনগত সমস্যার বিষয়টিকে আমল দিচ্ছে না শিশুর পরিবার। তার মা, বছর ২৫-এর সরজু দেবী। তিনি শিশুটির প্রসবের সময় ৮ মাসের গর্ভবতী ছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চিকিৎসক বিএস সোনি জানিয়েছেন, ‘২৬টি আঙুল থাকলে কোন ক্ষতি নেই। তবে এটি একটি জিনগত সমস্যা। সদ্যোজাত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বর্তমানে।’

(আরও পড়ুন: Ration Card: আর হবে না শাশুড়ি বৌমার লড়াই!রেশন কার্ডে পরিবারের প্রধানের নাম না লিখলেও হবে)

ভাটপুরের এই শিশুটির পরিবারের পক্ষ থেকে তার মামা জানিয়েছেন, তাদের কন্যা সন্তান জন্মগ্রহণের পর পরিবারের সকলেই অত্যন্ত খুশি। ধোলাগড় দেবীর অবতার রূপে কন্যা সন্তানটিকে দেখছেন তারা। তিনি জানান, ‘আমার বনের মেয়ে হয়েছে। সদ্যজাত শিশুটির ২৬টি আঙ্গুল রয়েছে। আমাদের মনে হচ্ছে যে ও ধুলাগড় দেবীরই অবতার। ওকে পেয়ে আমরা খুবই খুশি।’