পঞ্চায়েতের উপসমিতি গঠন নিয়ে ধুন্ধুমার ঘাটালে, নামল RAF

পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে বুধবার সকালে ধুন্ধুমার বাঁধল ঘাটালে। তৃণমূল – বিজেপি সংঘর্ষ থামাতে নামাতে হল RAF. সংঘর্ষে আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানসহ বেশ কয়েকজন। তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ঘাটালের ইড়িপালা গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠনের কথা ছিল। সেই মতো পঞ্চায়েতে পৌঁছে যায় তৃণমূল – বিজেপি ২ পক্ষই। ১৫ আসনের পঞ্চায়েতটিতে বিজেপি পেয়েছে ৮টি আসন। তৃণমূল পেয়েছে ৭টি। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন বিজেপির বাসন্তী পোড়ে। কিন্তু এর পরই বিজেপির এক সদস্য তৃণমূলে যোগদান করেন বদলে যায় সমীকরণ। ২ পক্ষই উপসমিতি দখল করতে মরিয়া হয়ে ওঠে।

বুধবার সকালে পঞ্চায়েত কার্যালয়ের সামনে দুপক্ষ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে লাঠি চালায় পুলিশ। তাতেও কাজ না হওয়ায় নামে RAF. সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর জখম হয়েছেন প্রধান বাসন্তী পোড়েসহ বিজেপির বেশ কয়েজন। তাঁদের ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির দাবি, তাদের পক্ষে সমর্থন নেই জেনেই বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে তৃণমূল। ওদিকে তৃণমূলের দাবি, গায়ের জোরে পঞ্চায়েত দখল করতে হামলা চালিয়েছে বিজেপি।