শিশির অধিকারীর ভোটে খেজুরি ২ পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতির দখল নিল BJP

আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় তমলুকে জেলাশাসকের দফতরে হল খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া। শিশির অধিকারীর ভোটে এদিন পঞ্চায়েত সমিতির ৯টি স্থায়ী সমিতি দখল করল বিজেপি। ভোটদান করে বেরিয়ে শিশিরবাবু বললেন, তৃণমূলের তরফে তো কোনও হুইপ ছিল না। তাই যারা উন্নয়ন করতে পারবে তাদেরই ভোট দিয়েছি।

গত ৫ সেপ্টেম্বর খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন নিয়ে লঙ্কাকাণ্ড বাঁধে। তৃণমূল ও বিজেপি ২ পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। আহত হন বিডিও। এর পর স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। বাড়ি ফেরার পথে সাংসদ শিশির অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ।

পঞ্চায়েত ভোটে খেজুরি ২ নম্বর পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে বিজেপি জেতে ৯টিতে। তৃণমূল জেতে ৬টি আসনে। ভোটের পর বিজেপির ২ সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলে বিজেপির সদস্যসংখ্যা কমে হয় ৭। তৃণমূলের হয় ৮।

এদিনের ভোটাভুটিকে কেন্দ্র করে জেলা শাসকের দফতরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। দরজায় লাগানো হয় মেটাল ডিটেকটর। ব্যাগ পরীক্ষা করে তবে প্রত্যেককে ভিতরে ঢুকতে দিচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। মোতায়েন ছিলেন সশস্ত্র পুলিশকর্মীরাও।

এদিনের ভোটাভুটিতে ১৩ – ১২ ভোটে তৃণমূলকে হারিয়ে ৯টি স্থায়ী সমিতির দখল নেয় বিজেপি। সাংসদ শিশির অধিকারী বিজেপির পক্ষে ভোটদান করেন। বেরিয়ে এসে তিনি বলেন, ‘তৃণমূলের তরফে তো কোনও হুইপ জারি করা হয়নি। যারা উন্নয়ন করতে পারবে বলে মনে হয়েছে তাদেরই ভোট দিয়েছি।’