Abhijit Ganguly: ২৪ ঘণ্টা কাটল না, ফের CBI-এর বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ করলেন বিচারপতি গাঙ্গুলি

সোমবারের পর মঙ্গবারও নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিকে ডিজিটাইডজ ওএমআর শিট নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, যে কোম্পানি OMR শিট মূল্যায়ণের দায়িত্বে ছিল সিবিআই তাকে রক্ষা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এদিন আদালতে পেশ করা প্রাথমিক টেটের ডিজিটাইড কপি দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, এই কেমন ডিজিটাইজড কপি? এ তো সাদা কাগজে টাইপ করা কিছু তথ্য। এর পর হাইকোর্টের জয়েন্ট রেজিস্ট্রার (তথ্যপ্রযুক্তি) কল্লোল চট্টোপাধ্যায়কে। তাঁকে বিচারপতি প্রশ্ন করেন ‘ডিজিটাইডজ কপি’ কাকে বলে। কল্লোলবাবু জানান, ‘কোনও নথি স্ক্যান করে তা কোনও ইলেক্ট্রনিক ডিভাইসে সেভ করে রাখাকে ডিজিটাইজড কপি বলে।’

এর পর বিচারপতি বলেন, হাতে টাইপ করা এই নথিকে ডিজিটাইজড কপি বলা যেতে পারে না। সিবিআইকে তিনি প্রশ্ন করেন, ‘এটা ডিজিটাইজড কপি আপনাদের কে বলল?’ জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, OMR শিট মূল্যায়ণের দায়িত্বে থাকা এ বসুরায় অ্যান্ড কোম্পানি ডিজিটাইজড কপি বলে এগুলোই দিয়েছে। তখন বিচারপতি বলেন, ওরা দিলেই আপনারা মেনে নেবেন? এই নথির সঙ্গে আসল OMR শিটের কোনও মিল আছে? তাহলে কী করে মেনে নিলেন যে ওরা যেটা বলছে সেটাই সত্য? আপনারা কি এ বসুরায় অ্যান্ড কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করছেন? এই সব কাজ করলেও কেন এখনও ওই সংস্থার কাউকে গ্রেফতার করা হয়নি?

বলে রাখি, ২০১৪ প্রাথমিক টেটের OMR শিট নষ্ট করার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে বলেন, আমার তো মনে হচ্ছে আপনারাই মানিককে রক্ষাকবচ নিয়ে রাখতে পরামর্শ দিয়েছেন।