পার্থর নামে চার্জশিটে অনুমোদন রাজ্যপালের, আদালতে জানিয়ে দিল সিবিআই

নিয়োগ দুর্নীতির অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তৈরি হয় চার্জশিট। পার্থ চট্টোপাধ্যায়ের নামে সেই চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে চার্জশিট পেশ করা হয়েছিল আগেই। তখনই রাজ্যপালের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। আজ, বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়ে দিল, রাজ্যপালের সেই অনুমোদন তারা পেয়ে গিয়েছে। এতদিন সেই অনুমোদন না থাকায় আদালত চার্জশিট গ্রহণ করেনি। যদিও পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা দেওয়ার সময় বারবার বলেছেন, তিনি নির্দোষ।

এদিকে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন। আর মন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়ে থাকেন রাজ্যপাল। তাই নিয়ম অনুযায়ী, কোনও বিধায়ক তথা মন্ত্রীর গ্রেফতারির ক্ষেত্রে বা চার্জশিটে নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। এবার সেই অনুমতি পেয়ে গিয়েছে সিবিআই। সুতরাং এবার জামিন পাওয়া আরও কঠিন হয়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্সি জেলের কুঠুরিতেই এবারের দুর্গাপুজো কাটবে পার্থর। বান্ধবী অর্পিতাও এখন জেলে। তাঁকে ওখানেই দুর্গাপুজো কাটাতে হবে।

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনকে সামনে রেখে নিয়োগ দুর্নীতি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় বলে দাবি ইডি–সিবিআইয়ের। এমনকী এই মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও আরও পাঁচ অভিযুক্তের নাম অন্তর্ভূক্ত ছিল। তবে বিধায়ক মানিক ভট্টাচার্যও নিয়োগ দুর্নীতিতে এখন জেলবন্দি। শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কুন্তল, শান্তনুর নাম সামনে চলে আসে। এখন সকলেই জেলে বন্দি। আর আধিকারিকের জন্য অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। সেই অনুমোদন এখনও আসেনি।

আরও পড়ুন:‌ ‘‌এরা শুধু পাবলিসিটি মাস্টার’‌, প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তোপ দাগলেন ফিরহাদ

আর কী জানা যাচ্ছে?‌ পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করে ইডি। নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারপর কয়েক মাস বাদে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার পর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদনের প্রয়োজন হয়। সেই অনুমতি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতির সেই অভিযোগে নাম জড়িয়ে যায় পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বান্ধবীর বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল।