হস্টেলের ছেলেদের স্থানীয়দের খণ্ডযুদ্ধ, কল্যাণীকে হামলার মুখে পুলিশও, নামাল RAF

হস্টেলের আবাসিকদের সঙ্গে স্থানীয়দের বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার কল্যাণীর উত্তর ভবানীপুর এলাকা। সংঘর্ষ থামাতে পুলিশ গেলে স্থানীয়রা পালটা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় ব়্যাফ।

উত্তর ভবানীপুরে ওই হস্টেলে একটি বেসরকারি কলেজের ছাত্ররা থাকেন। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই হস্টেল থেকে স্থানীয়দের অকথ্য গালিগালাজ করে ছাত্ররা। এই নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। সোমবার বিশ্বকর্মা পুজোর দিন এই নিয়ে ২ পক্ষের ব্যাপক বিবাদ হয়। যার জেরে বুধবার সকালে হস্টেল থেকে ৪ ছাত্রকে বার করে এনে মারধর শুরু করেন স্থানীয়রা। পালটা স্থানীয়দের লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন ছাত্ররা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখন পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন স্থানীয়রা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চালায় পুলিশ। মোতায়েন করা হয় RAF. পুলিশের ওপরে হামলা করায় ২ জনকে আটক করেছেন আধিকারিকরা।

স্থানীয়দের অভিযোগ, ওই হস্টেলের জেরে এলাকায় বসবাস করা দুর্বিসহ হয়ে উঠেছে। হস্টেলের আবাসিকরা রাতভর হুল্লোড় করে। সঙ্গে চলে অকথ্য গালি। ইট-পাটকেল ছোড়া হয় হস্টেল থেকে। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই এদিন ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা।