Durga Puja theme song: স্পেনে ব্যস্ততার মধ্যেও মমতা লিখলেন সুরুচির থিম সং, শুনলেন গানের রেকর্ডিং

গত কয়েক বছর ধরেই মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজোর থিম সং লিখে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার অন্যথা হল না। স্পেন সফরে গিয়ে একের পর এক শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন মমতা। এত ব্যস্ততার মধ্যেও সেখানেই সুরুচি সংঘের জন্য থিম সং লিখে ফেললেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, শুনলেন প্রাথমিক রেকর্ডিং। তা শুনে বেশ খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সুরুচি সংঘের মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা থিম সং হল, ’মাগো তোমার এত রূপ দেখিনি তো আগে’

আরও পড়ুন: মমতার সঙ্গে দেখা করতে চায় দুবাইয়ের লুলু, বাংলায় এবার লগ্নির সুনামি!

প্রসঙ্গত, স্পেন সফরে কখনও নিজের হাতে তুলি তুলে নিয়েছেন আবার কখনও সুর তুলেছেন অ্যাকোর্ডিয়ান বা পিয়ানোতে। আবার বিভিন্ন ধরনের লেখালেখিও ভালোবাসেন তিনি। অন্যান্য বারের মতো এবারও মুখ্যমন্ত্রীর লেখা থিম সং জনপ্রিয় হবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, সত্তর বছরে পা দিতে চলেছে সুরুচি সংঘের পুজো। এ বছর পুজোয় প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা দেওয়া হবে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, শহরকে দূষণ মুক্ত রাখতে প্লাস্টিক মুক্ত পরিবেশ দরকার। এ নিয়ে এবারের পুজোয় সচেতনতার বার্তা দেওয়া হবে। শুধু তাই নয় চিরাচরিত প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে এবার এই পুজোর জন্য ব্যবহার করা হবে কাপড়ের ব্যানার। আর এবার সুরুচি সংঘের পুজোর খরচ ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশ বাড়ছে।

এর আগেও সুরুচি সংঘের জন্য থিম সং লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা কখনও গিয়েছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু, জিৎ আবার কখনও শান গেয়েছেন । প্রতিবছর কলকাতার নামকরা পুজোগুলির মধ্যে একটি হল সুরুচি সংঘের পুজো। সারা বছর ধরে এই পুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন দর্শনার্থীরা। প্রতিবছর এই পুজো দেখতে প্রচুর মানুষের ভিড় হয়। আগামী অক্টোবরে শুরু হচ্ছে দুর্গাপুজো। ফলে এবারও সুরুচি সংঘের পুজো দেখতে।অসংখ্য মানুষ ভিড় করবেন বলে মনে করছে পুজো কমিটি। অন্যদিকে, এবছর পুজো কমিটিগুলিকে অনুদান ১০ হাজার টাকা করে বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন স্পেন সফরে থেকে একের পর এক শিল্প সম্মলনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে তিনি সেখান থেকে রওনা দেন। বৃহস্পতিবার ভোরে পৌঁছেছেন দুবাইয়ে। সেখানে দুদিন ধরে বিভিন্ন শিল্প সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।