ICC Confirms Venues For The Men’s T20 World Cup 2024

দুবাই: ২০২১ সালেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে যুগ্মভাবে ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Men’s T20 World Cup 2024) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে (United States)। এবার মার্কিন মুলুকের কোন কোন শহরে বিশ্বকাপের আসর বসবে, সেকথাও জানিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আগামী বছর ড্যালাস, মায়ামি ও নিউ ইয়র্কেই বসতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপের আসর।

নিউ ইয়র্কে মডিউলার স্টেডিয়াম সলিউশনের মাধ্যমে সব স্টেডিয়ামগুলিরই পরিষেবা আরও উন্নত করা হবে। ড্যালাস ও মায়ামির স্টেডিয়ামগুলিকে এই প্রক্রিয়ার মাধ্যমেই বড় করে দর্শকাসন বাড়ানোর পাশাপাশি মিডিয়া ও ভিআইপিদের জন্য বাকি বক্স তৈরি হবে। অপরদিকে, নিউ ইয়র্কে ৩৪ হাজার দর্শকাসন সম্পন্ন একটি স্টেডিয়াম তৈরির কথা রয়েছে। 

আইসিসি আধিকারিক জিওফ অ্যালেডাইস (Geoff Allardice) চরম উচ্ছ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলি ঘোষণা করে বলেন, ‘আমরা বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী যুক্তরাষ্ট্রের তিনটি শহরের নাম অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি। এটি এখনও পর্যন্ত সবথেকে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে যেখানে খেতাবের জন্য ২০ দল লড়াই করবে। যুক্তরাষ্ট্র আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মার্কেটে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা নিজেদের আগমন জানান দিতে চাই।’

এরপরেই যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ক্রিকেটভক্তদের প্রসঙ্গে টেনে নিজের আনন্দ ব্যক্ত করেন অ্যালেডাইস। ‘আমরা এই দেশে প্রচুর বিকল্পের মধ্যে থেকে এই তিন ভেন্যু বেছে নিয়েছি এবং এই টুর্নামেন্ট আয়োজন করা ঘিরে যা উৎসাহ দেখেছি, তা ভীষণই সন্তোষজনক। এখানে যে দিন দিন ক্রিকেটপ্রেমীদের সংখ্যা বাড়ছে, এটা তারই পরিচয়বাহক।’ বলেন তিনি। টুর্নামেন্ট আয়োজনের জন্য এই তিন ভেন্যু বাছাইয়ের পাশাপাশি টুর্নামেন্টের আগে প্রস্তুতিমূলক ম্যাচের জন্য বেশ কয়েকটি জায়াগা বাছাই করে রাখা হয়েছ, যার মধ্যে ওয়াশিংটনের জর্জ মেসন ইউনিভার্সিটি অন্যতম। 

আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন তারকা স্পিনার, দাবি আগরকরের