Ind Vs Aus 1st ODI Preview: India To Play Against Australia At PCA Stadium In Mohali, Get To Know The Details

মোহালি: বলা হচ্ছে, বিশ্বকাপের ড্রেস রিহার্সাল।

বিশ্বকাপ (ODI World Cup) শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। চূড়ান্ত প্রস্তুতি সারতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত (Ind vs Aus)। কাকতালীয় হলেও, বিশ্বকাপেও দুই দল অভিযান শুরু করবে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ৮ অক্টোবর। চেন্নাইয়ে।

তার আগে ৬ দিনের মধ্যে তিনটি ওয়ান ডে খেলতে হবে ভারত ও অস্ট্রেলিয়াকে। যে সিরিজে দুই দলেরই লক্ষ্য থাকবে শেষ মুহূর্তের তুলির টান আরও নিখুঁত করে তোলার। সেই সঙ্গে এটা নিশ্চিত করার যে, বিশ্বকাপের আগে নতুন করে যেন আর চোট-আঘাতের কাঁটা না হাজির হয়।

বিশ্বকাপের আগেই জোরাল ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। হাত ভেঙেছে ট্র্যাভিস হেডের। বিশ্বকাপ থেকে সম্ভবত ছিটকেই গিয়েছেন তিনি। অন্যদিকে, অক্ষর পটেলের চোট নিয়ে উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না অক্ষর।

ভারতীয় শিবির সদ্য এশিয়া কাপ জিতেছে। যা তাদের মানসিকভাবে চাঙ্গা রাখবে। বিশেষ করে ফাইনালে শ্রীলঙ্কাকে যেভাবে দুরমুশ করে জিতেছে, তারপর। অন্যদিকে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েও ৩-২ ফলে হেরে বসেছে। 

এখনও বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রথম একাদশ বাছা নিয়ে ধন্দে রয়েছে অস্ট্রেলিয়া। হেডের চোট হিসেবনিকেশ বদলে দিয়েছে। তবে অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক ফিরেছেন দলে। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক হওয়ার পর মাত্র ২টি ম্যাচ খেলেছেন কামিন্স। অ্যাশেজ সিরিজে কব্জিতে চোট পেয়েছিলেন। সুস্থ হয়ে ফিরছেন। গ্লেন ম্যাক্সওয়েলও শুক্রবার পৌঁছে যাচ্ছেন। স্মিথ ও কামিন্স তিন ম্যাচেই খেলতে পারেন। যদিও ম্যাক্সওয়েল কটা ম্যাচে খেলবেন সংশয় রয়েছে। হেডের পরিবর্ত হিসাবে ম্যাট শর্টকে দলে নেওয়া হয়েছে। বিধ্বংসী ওপেনার। অফস্পিন বোলিংও করেন। বিশ্বকাপের দলে ঢোকারও দাবিদার তিনি।

ভারত প্রথম দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও হার্দিক পাণ্ড্যকে। তবে সকলে আগ্রহী আর অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। অক্ষরের পরিবর্তে কাকে একাদশে খেলানো হবে, তা নিয়ে চলছে চর্চা। প্রায় দেড় বছর কোনও ওয়ান ডে খেলেননি অশ্বিন। এশিয়া কাপ ফাইনালের জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। টেস্টে অশ্বিন-রবীন্দ্র জাডেজা জুটি অস্ট্রেলিয়াকে বারবার বিব্রত করেছেন। ওয়ান ডে-তে কতটা বিপাকে ফেলতে পারেন, সেটা দেখার। পাশাপাশি শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের পরীক্ষাও হবে সিরিজে। পিঠের চোটে এশিয়া কাপের পরের দিকে আর খেলতে পারেননি শ্রেয়স। সূর্যর ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। এশিয়া কাপে একটাই ম্যাচ খেলেছেন। ৩৪ বলে মাত্র ২৬ রান করে আউট হয়ে যান। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে হেরে যায় ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরীক্ষা সূর্য-শ্রেয়স জুটিরও।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial