IND Vs AUS: India Coach Rahul Dravid Backs Suryakumar Yadav, Confirms He Will Play First Two ODIs

মোহালি: টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর শটের বৈচিত্র দেখে বাহবা দেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁকে বলা হয়, বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এ বি ডিভিলিয়ার্সের পর। কারণ, তিনি উইকেটের চারপাশে শট খেলতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও টি-টোয়েন্টিতে ঝড় তোলেন।

কিন্তু ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দেশের হয়ে খেলেছেন ২৭টি ওয়ান ডে। করেছেন মাত্র ৫৩৭ রান। মাত্র ২৪.৪ গড়ে। দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৬৪। যদিও ভারতের বিশ্বকাপের দলে রাখা হয়েছে স্কাইকে। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। 

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) অবশ্য ছাত্রের পাশেই দাঁড়াচ্ছেন। সাফ জানিয়ে দিচ্ছেন, নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সূর্যকুমার। সঙ্গে এ-ও জানিয়ে দিচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন সূর্যকুমার যাদব।

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। যার প্রথম ম্য়াচ শুক্রবার, মোহালিতে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল সূর্যকুমারকে নিয়ে। দ্রাবিড় বলেন, ‘সূর্যকুমারকে হয়তো টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি ভাল খেলতে দেখা যায়। ২৭টি ম্যাচে ওর পারফরম্যান্স দেখে ওকে নিইনি। জানি ৬ নম্বরে নেমে কতটা প্রভাব বিস্তার করতে পারে ম্যাচে। ও একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্পূর্ণভাবে ওর পাশে রয়েছে দল। এটা ওকেও খুব সাফভাবে জানানো হয়েছে যে, দল ওর পাশে আছে। এই সিরিজের তিনটি ম্যাচে ও খেলবে। অন্তত দুটি ম্যাচ নিশ্চিতভাবেই খেলবে। ওয়ান ডে ক্রিকেটার হিসাবে ওর আরও সমৃদ্ধি ঘটবে। উন্নতি ঘটবে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বলতে পারি, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’

ঈশান কিষাণকে কোথায় খেলানো হবে, ওপেনার হিসাবে, নাকি মিডল অর্ডারে? দ্রাবিড় বলেছেন, ‘আমাদের একাদশ বা পরিকল্পনা এখানে বলতে চাই না। তবে আমরা চাই সকলকে খেলার সুযোগ দিতে। আর চাই বিশ্বকাপে যাকে যে জায়গায় খেলানো হবে বলে মনে করা হচ্ছে তাকে সেই জায়গায় পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ করে দিতে। সকলকে একই জায়গায় ব্যাট করানো সম্ভব নয়। কারণ বিশ্বকাপের প্রথম একাদশে হয়তো তাদের মধ্যে থেকে ২-৩ জন সুযোগ পাবে। আমরা বিশ্বকাপে যাকে যে পোজিশনে খেলাব, তাকে সেখানে খেলার সুযোগ দিতে চাই। ঈশান কিষাণ এমন একজন ব্যাটার যে মিডল অর্ডারে ভাল খেলতে পারে আবার ওপরের দিকেও ব্যাট করতে পারে। পাশাপাশি ও উইকেটকিপারও। ও থাকা মানে আমাদের নমনীয়তা দেখানোর সুযোগ করে দেওয়া।’

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial