Luxury Taxis: লাক্সারি ট্যাক্সিতে সাদা ও ক্রিম ছাড়া অন্য যে কোনও রং করা যাবে, বিজ্ঞপ্তি জারি

সাদা কিংবা ক্রিম রঙ বাদে অন্য যে কোনও রং করতে পারবে লাক্সারি ট্যাক্সি। তার জন্য ট্যাক্সি পিছু কুড়ি হাজার টাকা করে দিতে হবে। সম্প্রতি এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর।

১৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাণিজ্যিক পরিবহণের জন্য লাক্সারি ট্যাক্সি সাদা বা ক্রিম রং ছাড়া যে কোনও রং ব্যবহার করতে পারবে। তবে তার জন্য গাড়ি পিছু আবেদনকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে।

পরিবহণ সচিব জানিয়েছেন, এর জন্য পশ্চিমবঙ্গ মোটর যান বিধি ১৮৮৯-এ প্রয়োজনীয় সংশোধন করা হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী সাদা বা ক্রিম রঙ ছাড়া অন্য যে কোনও রঙ করা ট্যাক্সিকে বেঙ্গল লাক্সারি পারমিটের অনুমোদন দেওয়া হবে।

(পড়তে পারেন। বাংলার গ্রামকে ভারতসেরা ঘোষণা করল পর্যটন মন্ত্রক, বিদেশ থেকে টুইট মমতার)

(পড়তে পারেন । রাজ্যকে শালবনির জমি ফেরাচ্ছে না জিন্দাল গোষ্ঠী, তৈরি করবে শিল্প পার্ক)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’পশ্চিমবঙ্গ মোটর যান বিধি ১৮৮৯এর ২৭০ (২) ধারা অনুযায়ী রাজ্য পরিবহণ দফতর কোনও বাণিজ্যিক গাড়িকে ভিন্ন রঙে রঙ করার অনুমতি দিতে পারে।’ তবে ভাল করে যাচাই করার পরই  সরকার এই অনুমতি দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্প্রতি পরিবহণ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে  জানানো হয়েছে, এবার প্রশাসনের সব স্তরের অফিসারদের জন্য বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিতে হবে। নতুন দরও ঠিক করা হয়েছে। এই বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য রাজ্য সরকার মাসে খরচ করবে ৪৬ হাজার টাকা। ১০০ কিমি যাতায়াতের জন্য এই ভাড়া বরাদ্দ করা হচ্ছে। তার পর গাড়ি যত কিমি চলবে তখন প্রতি কিমি পিছু ৮ টাকা করে দেওয়া হবে। নতুন বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করতে ভাড়া নেবে পরিবহণ দফতর। তবে পেট্রল–ডিজেল গাড়ি ভাড়া নিতে অনুমোদন লাগবে।

পরিবহণ দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশে চলতি বছরে প্রায় ২০ হাজার পেট্রল–ডিজেলের ট্যাক্সি বাতিল হয়ে যাবে। এমনকী ১৫ বছরের উপরে গাড়িগুলির বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বিপুল পরিমাণ গাড়ি বাতিল হয়ে গেলে নতুন করে গাড়ি ভাড়া নিতে হবে রাজ্য সরকারকে। তখন বৈদ্যুতিক গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।