Republic Day Invitation: ২৬ জানুয়ারির অনুষ্ঠান, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ২৬ জানুয়ারি রিপাবলিক ডের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। জি ২০ এর সাইডালাইনে যে মিটিং হয়েছিল সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছিল। জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি।

এদিকে জি ২০ মিটিংয়ের সময়ই বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল কোয়াড গ্রুপের নেতৃত্বদের আগামী বছরের সাধারণতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হতে পারে। তখনই ইঙ্গিত মিলেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাকে আমন্ত্রণ জানানো হতে পারে।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, এই যে ২৬ রিপাবলিক ডে র অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে বিদেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয় তার পেছনে একাধিক কারণ থাকে। এর পেছনে কূটনৈতিক, কৌশলগত কারণও থাকে। সেই সঙ্গে আন্তর্জাতিক জিও পলিটিক্সও এর নেপথ্যে কাজ করে। সব দিক খতিয়ে দেখেই তারপর ভারত সাধারণতন্ত্র দিবসের মতো গুরুপূর্ণ ইভেন্টে কোনও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানায়।

তবে এবার তাৎপর্যপূর্ণভাবে যে নামটি সামনে এসেছে তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে ২০২৪ সালের শেষ দিকে আমেরিকায় ভোট। জানুয়ারি মাসেও তাঁর নানা কর্মসূচি রয়েছে। তবে তার মধ্য়েই ভারতের আমন্ত্রণ। ওই দিন বর্ণাঢ্য কুচকাওয়াজ হয়। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দিনটা পালন করা হয় ভারতে।