কয়েক সেকেন্ডে নিমেষে লন্ডভন্ড হল গোটা এলাকা, হাবড়া দিয়ে কী বয়ে গেল?

হাবড়ায় ১০ সেকেন্ডের তুলকালাম ঝড় বইল। আর তার জেরে নিমেষে লন্ডভন্ড হয়ে গেল গোটা এলাকা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তাণ্ডব শুরু হয়ে যায়। এখন গোটা রাজ্যেই ঘোর নিম্নচাপ চলছে। তাতে সকালে মেঘলা আকাশ থেকে শুরু করে নাগাড়ে বৃষ্টি দেখছে মানুষজন। তাই ভারী বৃষ্টিতে রীতিমতো নাজেহাল জনজীবন। আর আবহাওয়ার এই খামখেয়ালিপনার মধ্যেই হাজির একেবারে টর্নেডো! মাত্র ১০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা এলাকা। ভেঙে গিয়েছে একাধিক গাছ, উড়ে গিয়েছে ঘরের চাল। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।

এদিকে হাবড়া ছুঁয়েই গেল মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডো। তাতেই লন্ডভন্ড হয় গোটা এলাকা। হঠাৎ করেই ঝড়টি আসে। এই ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি–গাছপালা। এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে এই ১০ সেকেন্ডের ঝড় কি টর্নেডো নাকি সাইক্লোন?‌ এই নিয়ে উঠেছে প্রশ্ন। অন্য কোনও কিছু হতেও পারে বলে ভাবতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, মাত্র ১০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। ঝড়টি এক জায়গা থেকে অন্যদিকে চলে গিয়েছে। সকলের মধ্যেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। পঞ্চায়েতের সামনে ভেঙে যায় একটা বড় গাছ। উড়ে যায় বাড়ির চাল, দোকানের টিন।

অন্যদিকে কাশিপুর পঞ্চায়েতের সামনেও টর্নেডোর তাণ্ডব চলে বলে খবর। ভেঙে যায় একটা বড় আমগাছ। দোতলার বাড়ির চাল থেকে শুরু করে দোকানের টিন উড়ে যায়। মূলত কাশিপুর এলাকার মানুষজনই এই ঝড়ের তাণ্ডব বেশি অনুভব করেছে। কারণ তাঁদের দাবি, এই কয়েক সেকেন্ডের টর্নেডো বা সাইক্লোন এই এলাকা থেকে শুরু হয়ে অন্যদিকে চলে যায়। বেশ কিছু বাড়িতে ক্ষয়ক্ষতি হয়। ঝড় আসার আগে আবহাওয়ায় সাধারণত অনুভব করার মতো একটা পরিবর্তন ঘটে। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন ঘটেনি।

আরও পড়ুন:‌ ‘‌৩০–৪০ লাখ টাকায় বিলি পঞ্চায়েতের পদ’‌, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের

আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনার পর সকলের মধ্যেই আতঙ্কের ছায়া দেখা যাচ্ছে। অনেকেই এমন ঝড় আগে কখনও দেখেনি বলে জানিয়েছেন। পাশাপাশি ঝড় আসার আগে আবহাওয়ার যে পরিবর্তন হয় সেটাও কেউ বুঝতে পারেনি। সকলেই কাজে ব্যস্ত ছিল। আর তার মধ্যে এই ঝড়ের তাণ্ডব আচমকা আসায় সকলেই নিজেকে বাঁচাতে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তখন ছুটোছুটি শুরু করেন। তবে এই ঘটনায় কেউ এখনও পর্যন্ত আহত হয়নি। আচমকা এই ঝড়ের তাণ্ডবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সকলেই। আর নিজেকে বাঁচাতে নিকট নিরাপদ স্থানে দৌড়ে যান।