Bangladesh ilish: পুজোয় পাতে বাংলাদেশের ইলিশ! স্বপ্নভঙ্গ বাংলাদেশের নিষেধাজ্ঞা জারিতে

শুক্রবার অর্থাৎ আজ থেকেই পদ্মার ইলিশ কলকাতার বাজারে মিলতে শুরু করেছে। বাজারে বাংলাদেশের ইলিশ দেখে বাঙালির বুকে পুজোয় ইলিশ খাওয়ার আশার প্রদীপ জ্বলেছে। তবে এই খবরে তা নিভে যেতে পারে।

বৃহস্পতিবারই পেট্রাপোল পেরিয়ে ৪০টন ইলিশ ঢুকেছে ভারতে। বাংলাদেশ সরকার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ দেশে ৩৯৫০টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারই আমদানিকারীরা জানতে পেরেছেন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। 

বছরের কিছু সময় বাংলাদেশে ইলিশের ডিম পাড়ার মরসুম হিসাবে ইলিশ ধরা বন্ধ রাখা হয়। এ বছর ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ১১ অক্টোবরই শেষ হয়ে যাবে ইলিশ রপ্তানির মেয়াদ।

(পড়তে পারেন। পুজোয় পাহাড়ে যাচ্ছেন! আপনার জন্য সুখবর, বাড়ল টয় ট্রেনে জয়রাইডের সংখ্যা)

(পড়তে পারেন। আলিপুরে শুরু হল কলকাতা তথা পূর্ব ভারতের বৃহত্তম শপিং মলের নির্মাণকাজ)

বাংলাদেশের এই সিদ্ধান্তে হতাশ ইলিশ আমাদানীকারী সংস্থাগুলি। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে কলকাতায় বাংলাদেশে ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াসকে চিঠি দিয়েছে। সংস্থার সচিব সৈয়দ মাকসুদ সংবাদমাধ্যকে বলেন,’মাত্র ৪০ দিনে ৩৯৫০ টন ইলিশ পাঠানো কার্যত অসম্ভব। তার মধ্যে যদি ১২ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যায়, তবে ইলিশ উপহার দেওয়ার কোনও মানে থাকে কি?’ তাই তাঁদের অনুরোধ বাংলাদেশ থেকে ইলিশ রফতানির সময়সীমা বাড়ানো হোক। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আরও ৩০ দিন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হোক।

ফলে নিষেধাজ্ঞা অনুযায়ী ১৪ অক্টোবর মহালয়ার আগেই এপার বাংলায় পদ্মার ইলিশ ঢোকা বন্ধ হয়ে যাবে। ফলে পুজোর দিনগুলিতে বাঙালির পাতে আদৌ ইলিশ জুটবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।