Bankura News Jaundice Spreading Rapidly In Bankura Village 250 Villagers Affected

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া :  সারা বাংলা জুড়ে দাপট দেখাচ্ছে ডেঙ্গি ম্যালেরিয়া। এর উপর শঙ্কা বাড়িয়েছে নিপা সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি হওয়া কেরল ফেরত এক যুবক। ভাইরাস ঘটিত এইসব রোগের পাশাপাশি বাঁকুড়া জেলায় দাপট বাড়াচ্ছে জন্ডিস। (Jaundice)

বাঁকুড়ার (Bankura)তালডাংরার সাতমৌলি গ্রামে গত আড়াই মাসে জন্ডিস আক্রান্ত প্রায় আড়াই শো জন। লিভারের এই  অসুখে হাসপাতালে ভর্তি এই গ্রামের বেশ কিছু বাসিন্দা। লাফিয়ে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। (Jaundice In Bankura) 

স্থানীয় সূত্রে খবর, ঘরে ঘরে জ্বর, বমি, পেটে ব্য়থার উপসর্গ দেখা দিচ্ছে। পরীক্ষা করালেই ধরা পড়ছে জন্ডিস। ঘটনা সামনে আসতেই সক্রিয় হয়েছে স্বাস্থ্য দফতর। এলাকার নলকূপ থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। বেশ কয়েকটি নলকূপের জলে জন্ডিসের জীবাণু মিলেছে। সেই নলকূপের জল শোধন করা হচ্ছে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের জল ফুটিয়ে খেতে পরামর্শ দেওয়া হয়েছে। 

চিকিৎসকদের মতে,  জন্ডিস মোটেই অবহেলা করার অসুখ নয় । একেবারেই জন্ডিসকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আদতে এটি লিভারের অসুখ। জন্ডিস মূলত দু’ধরনের হয়। হেপাটাইটিস A এবং হেপাটাইটিস E। জন্ডিসের মূল লক্ষণগুলি হল – 

  • হলুদ প্রস্রাব
  • চোখে হলদে ভাব
  • জ্বর
  • মাথা ঘোরা
  • বমি
  • শরীরে অস্বাভাবিক ক্লান্তি
  • তলপেটে ব্যাথা 
  • রক্তচাপ কমে যাওয়া
  • ওজন কমে যাওয়া                       

    চিকিৎসকদের মতে, এসব উপসর্গ দেখা গেলে একটুও দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। সাধারণভাবে জন্ডিস হলে যেগুলো মাথায় রাখতে হবে তা হল,

  • জন্ডিস মূলত জলবাহিত রোগ, তাই পানীয় জল অন্তত ১০ মিনিট ফুটিয়ে খেতে হবে।ন
  • লিভারের ক্ষতি করে এমন কোনও ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। 
  •  পুরোপুরি বিশ্রাম নিতে হবে।
  • নির্দিষ্ট সময় পর পর রক্ত পরীক্ষা করতে হবে।
  • পরিশোধিত পানীয় জল ছাড়া কোনও জল পান করা যাবে না।ন
  • তেল-মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না।
  • কড়া ডোজের প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।
  • রাস্তার কাটা ফল খাওয়া একেবারেই নয়।
  • অতিরিক্ত পরিশ্রম করা যাবে না।
  • পুকুর বা অন্য কোনও খোলা জলে বাসন ধোয়া যাবে না।

এই রোগ যাতে অন্য কোনও এলাকায় থাবা বসাতে না পারে সেজন্য আগেভাগেই সতর্ক  প্রশাসন। সেই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator