Caribbean, USA Venues Confirmed As ICC Men’s T20 World Cup 2024 Heads To The West Get To Know

দুবাই: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভেন্যু চূড়ান্ত হয়ে গেল। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রে ও যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। ঠিক কোথায় কোথায় আয়োজিত হবে এই ম্যাচগুলো, তার চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়ে গেল। সেই তালিকায় আছে, অ্যান্টিগা, বার্বুডা, বার্বাডােজ, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিন্সেন্ট, গ্রেনাডিনিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হবে এই ম্যাচগুলো। এর আগে যুক্তরাষ্ট্রের ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক এই তিনটি ভেন্যুর নাম ঘোষণা হয়ে গিয়েছিল। আগামী বছর ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আয়োজক দেশ হিসেবে দুটো দেশ অটোমেটিক্যালি সুযোগ পাবে টুর্নামেন্টে অংশ নেওয়ার। এছাড়াও সেরা আটটি দল খেলবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলগুলো হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্য়ান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। এছাড়াও যোগ্যতা অর্জন পর্ব থেকে মূলপর্বে সুযোগ পেয়েছে দুটো দল। তারা হল বাংলাদেশ ও আফগানিস্তান। যোগ্যতা অর্জন পর্ব থেকে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। এছাড়াও আরও পাঁচটি দল সুযোগ পাবে।

২০২১ সালেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সঙ্গে যুগ্মভাবে ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Men’s T20 World Cup 2024) আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে (United States)। এবার মার্কিন মুলুকের কোন কোন শহরে বিশ্বকাপের আসর বসবে, সেকথাও জানিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। আগামী বছর ড্যালাস, মায়ামি ও নিউ ইয়র্কেই বসতে চলেছে বিশ ওভারের বিশ্বকাপের আসর।

নিউ ইয়র্কে মডিউলার স্টেডিয়াম সলিউশনের মাধ্যমে সব স্টেডিয়ামগুলিরই পরিষেবা আরও উন্নত করা হবে। ড্যালাস ও মায়ামির স্টেডিয়ামগুলিকে এই প্রক্রিয়ার মাধ্যমেই বড় করে দর্শকাসন বাড়ানোর পাশাপাশি মিডিয়া ও ভিআইপিদের জন্য বাকি বক্স তৈরি হবে। অপরদিকে, নিউ ইয়র্কে ৩৪ হাজার দর্শকাসন সম্পন্ন একটি স্টেডিয়াম তৈরির কথা রয়েছে। 

আইসিসি আধিকারিক জিওফ অ্যালেডাইস (Geoff Allardice) চরম উচ্ছ্বাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলি ঘোষণা করে বলেন, ‘আমরা বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী যুক্তরাষ্ট্রের তিনটি শহরের নাম অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি। এটি এখনও পর্যন্ত সবথেকে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে যেখানে খেতাবের জন্য ২০ দল লড়াই করবে। যুক্তরাষ্ট্র আমাদের ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মার্কেটে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা নিজেদের আগমন জানান দিতে চাই।’