IND vs AUS, 1st ODI : প্রথম একদিনের ম্যাচে আজ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কোন স্টেডিয়ামে-কখন শুরু খেলা ?

<p><strong>মোহালি :</strong> পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>। বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু’টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>কেও। বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।</p>
<p><strong>ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময়সূচি-</strong></p>
<p>তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে ম্যাচগুলি। প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময়ে দুপুর দেড়টা থেকে। টস হবে দুপুর ১টায়।</p>
<p><strong>ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু-</strong></p>
<p>ভারত বনাম অস্ট্রেলিয়ার তিনটি ম্যাচ খেলা হবে মোহালিতে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের আইএস বিন্দ্রা স্টেডিয়াম, ইনদওরের হোলকার ক্রিকেট স্টেডিয়াম ও রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম।</p>
<p><strong>অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি একদিনের ম্যাচে ভারতীয় দল-</strong></p>
<p>কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।</p>
<p><strong>অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>-</strong></p>
<p>রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা , ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব, অক্ষর পটেল (ফিট হলে)।</p>
<p><strong>অস্ট্রেলিয়া-</strong></p>
<p>প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জশ হেসেলউড, স্পেনসার জনসন, মার্নাস লাবুসাঙ্গে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাংঘা, ম্যাট শর্ট।</p>