Kerala Blasters Vs Bengaluru FC, ISL 2023-24 Highlights: Kerala Exact Their Revenge Over Bengaluru With 2-1 Win

কোচি: একেই যেন বলে মধুর প্রতিশোধ নিল। গত আইএসএলে (ISL 2023-24) কেরল ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসির (Kerala Blasters vs Bengaluru FC) ম্যাচে তৈরি হয়েছিল বিতর্ক। একটি ফ্রি কিক মারাকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছাড়েন কেরল ব্লাস্টার্সের ফুটবলাররা। যার ফলে শাস্তি পায় তারা। এরপর অনেক বিতর্ক নিয়ে ISL-এর দশম বছরে খেলতে নেমেছে দুই দল। আর প্রথম ম্যাচেই কি না মুখোমুখি হয়েছিল কেরল ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি!

সেই ম্যাচে হাসিমুখে মাঠ ছাড়ল কেরল ব্লাস্টার্স। বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে পরাস্ত করল তারা। কেরলের হয়ে গোল করেন অ্যাড্রিয়ানা লুনা। অপর গোলটি হয় আত্মঘাতী। বেঙ্গালুরুর হয়ে শেষ মুহূর্তের গোল করেন কার্টিস।

কোচির জওহরলাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ম্যাচটি। যেটা কেরল ব্লাস্টার্সের ঘরের মাঠ। আর প্রথম ম্যাচে দেখা গেল চেনা ছবি। দর্শকরা স্টেডিয়াম ভর্তি করেছিলেন। টিফোর সঙ্গে ছিল হলুদ জার্সি পরা সমর্থকরা। গ্যালারি ছিল হলুদ। কেরল ম্য়াচের শুরু থেকে চিন পয়েন্টের জন্য ঝাঁপায়। বেঙ্গালুরুর হয়ে এই ম্য়াচে খেলতে নামেননি সুনীল ছেত্রী। তিনি এশিয়ান গেমস খেলতে বর্তমানে রয়েছেন চিনের হাংঝাউতে জাতীয় শিবিরে।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে কেরল ব্লাস্টার্স। প্রথম মিনিট থেকে বিপক্ষকে চেপে ধরে রাখতে চায় তারা। অন্যদিকে ডিফেন্সকে শক্তিশালী করে আটকে রেখেছিল বেঙ্গালুরু। ফলে প্রথমার্ধে কোনও গোল আসেনি। ম্য়াচে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫২ মিনিট পর্যন্ত। লুনার ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে বেঙ্গালুরু এফসির ভিনড্রপ নিজেদের জালে জড়িয়ে দেন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরল ব্লাস্টার্স।

ম্যাচের ৬৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। গুরপ্রীত সিং বল ক্লিয়ার করতে না পেরে ভুল করে বসেন। তাঁর পা থেকে বল নিয়ে জালে জড়িয়ে দেন লুনা। ফলে প্রথম দুটো গোলই হয়েছে বেঙ্গালুরুর ভুলে। এরপর বেঙ্গালুরু গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। পাল্টা লড়াই করে কেরলও। কিন্তু গোলের মুখ খুলছিল না। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল করে শোধ করে বেঙ্গালুরু। ম্যাচের সেরা হন লুনা।      

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial