রোজ মরছে মানুষ, ওদিকে ডেঙ্গির তথ্য কেন্দ্রকে পাঠায়ইনি মমতার সরকার

রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রকে অসহযোগিতা করার অভিযোগ নতুন নয়। করোনা মোকাবিলা থেকে শুরু করে জনস্বাস্থ্যের একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বারবার কেন্দ্রকে অসহযোগিতা করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে। এবার ডেঙ্গি মোকাবিলাতেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্র। অভিযোগ, কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের মশাবাহিত রোগ প্রতিরোধ বিভাগকে ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যারা এই তথ্য কেন্দ্রকে দেয়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেন, ‘মানুষ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ডেঙ্গি সংক্রান্ত কোনও তথ্য আমাদের দেয়নি। অথচ দেশের অন্য সমস্ত রাজ্য পোর্টালে তথ্য আপলোড করেছে। অথচ কেন্দ্র সরকার রাজ্যকে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় বরাদ্দ পাঠায়।’

বলে রাখি, ডেঙ্গি সহ অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ কেমন হতে পারে এবং সেই বিপদ কী করে এড়ানো সম্ভব তা নিয়ে গবেষণা করে কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম। সংস্থার বিজ্ঞানীরা গোটা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। এমনকী সংস্থার তরফে রাজ্যগুলিকে মশা নিধনে টাকাও দেওয়া হয়।

সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেশের সমস্ত রাজ্যের ডেঙ্গির পরিসংখ্যান রয়েছে। নেই শুধু পশ্চিমবঙ্গের তথ্য। তার জায়গায় লেখা NR, অর্থাৎ Not Received. শুধু এবারই নয় এর আগে ২০১৮ ও ২০১৯ সালেও কেন্দ্রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথ্য পাঠায়নি বলে অভিযোগ।