Appple iphone 15: জামা টেনে ছিঁড়ে তুমুল মারধর! আইফোন ১৫ ডেলিভারিতে দেরি হওয়ায় ধুন্ধুমার দোকানে, রেগে আগুন ক্রেতা

উৎসবের মরশুমের আগে বাজারে এসে গেল আইফোন ১৫। আর গোটা দেশ কার্যত আইফোন ১৫ জ্বরে কাবু! কারণ, ৯০ হাজারের আইফোন ১৫ এখন ৩৫ হাজারেই হাতে মিলছে। তবে সেইটি আইফোন ১৩ বা ১৪র বদলে অ্যাপেলের ১৫ মডেলের ১২৮ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রি বুকিং -এর মাধ্যমে মডেলটি কেনার বন্দোবস্ত অনেকেই করে ফেলেছেন। এদিকে, এই মডেলের ডেলিভারি দিতে দেরি করায় দিল্লির এক দোকানে চড়াও হন এক ক্রেতা। ক্রেতার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে দোকানের কর্মীদের ধুন্ধুমার মারপিট বেঁধে যায়। গোটা ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে।

এক ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোকানের ভিতরে ব্যাপক মারপিট চলছে। একপক্ষ আরেক পক্ষকে ঘুষি, কিল, থাপ্পড় মারতে বাকি রাখেনি। তারমধ্যে একজনকে মেরে তাঁর জামাকাপড় ছিঁড়ে নিতে দেখা গেল। এই পরিস্থিতির ছবি দিল্লির কমলা নগরের এক দোকানে দেখা গিয়েছে। সেখানে ক্রেতার অভিযোগ, সঠিক সময়ে তিনি আইফোন ১৫ ডেলিভারি পাননি দোকান থেকে। এদিকে গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ পদক্ষেপ করে। যে ক্রেতারা দোকানে এসে মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। অ্যাপেলের আইফোন ১৫ সিরিজ বাজারে আসা নিয়ে বহু ক্রেতাই অপেক্ষায় দিন গুনছিলেন। আর তা বাজারে আসতেই বহু অ্যাপেলের শো রুমের সামনে ক্রেতাদের লম্বা লাইন দেখা যায়। ইতিমধ্যেই অ্যাপেলের সিইও টিম কুক ভারতে অ্যাপেলের দুটি শো রুম উদ্বোধন করেছেন। তারমধ্যে একটি হল অ্যাপেল বিকেসি, যা রয়েছে মুম্বইতে। আর অপরটি হল দিল্লিতে অ্যাপেল সকেত। জানা যাচ্ছে, অ্যাপেল ১৫ কিনতে ভারতের ওই দুই শোরুমে বহু প্রান্ত থেকে মানুষজন এসেছেন।

অ্যাপেল আইফোন ১৫ খুব কম দামে পেতে কী করবেন?

অ্যাপেলের আইফোন ১৫ র দামে ছাড় পেতে একাধিক বন্দোবস্ত রয়েছে। যদি ৭৯ হাজারে ফোনটি কিনতে চান, তাহলে সঙ্গে থাকতে হবে শুধু একটি এইচডিএফসি কার্ড। তারা সঙ্গে সঙ্গে ৫ হাজার টাকার ক্যাশব্যাকের অফারও দিচ্ছেন। ফলে নেমে যাচ্ছে দাম। এছাড়াও আইফোনের ১৩ বা আইফোন ১৪ মডেলের বদলে আইফোন ১৫ পাওয়া যাবে শুধুমাত্র ৩৫ হাজার টাকায়। তবে আইফোন ১২৮ জিবি ভার্সানেই তা পাওয়া যাবে শুধু। তবে, ওই পুরনো দুটি ফোন কার্যকরি অবস্থায় থাকলে তবেই তা বদল করা যাবে।