Cristiano Ronaldo Scores Twice To Secure Victory For Al Nassr Against Al Ahli

রিয়াধ: বয়স ৩৮ পেরিয়েছে, তাও এখনও একের পর এক ম্যাচ জিতিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের একবার নিজের দলের হয়ে অনবদ্য পারফরম্যান্সে দলকে জেতালেন পর্তুগিজ মহাতারকা। আল হাইলির (Al Ahli) বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোলে ভর করেই আল নাসর (Al Nassr) জয় পেল। একাধিকবার ম্যাচে ফেরার আশা জাগিয়েও শেষমেশ সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিতই হতে হল রবার্তো ফির্মিনোদের। 

রোনাল্ডোই আল নাসরের হয়ে ম্যাচের চার মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। সাদিও মানের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন রোনাল্ডো। এরপর অ্যান্ডারসন তালিস্কা (Anderson Talisca) ১৭ মিনিটে আল নাসরের হয়ে পেনাল্টি থেকে লিড দ্বিগুণ করেন। বার্সেলোনার প্রাক্তন মিডফিল্ডার আল হাইলির হয়ে ৩১ মিনিটে ব্যবধান অর্ধেক করেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে দুরন্ত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩-১ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াদ মাহরেজ পেনাল্টি স্পট থেকে গোল করে ফের একবার আল হাইলির ব্যবধান কমান। তবে স্কোর ৩-২ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রোনাল্ডো ফের একবার আল নাসরের হয়ে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন। ৫২ মিনিটে তিনি গোল করেন। ম্যাচের ৮৭ মিনিটে ফেরাস আল হাইলির হয়ে তৃতীয় গোলটি করায় ম্যাচে সমতায় ফেরার আশা দেখছিল আল হাইলি। তবে শেষমেশ রুদ্ধশ্বাস ম্যাচে জয় নিশ্চিত করে আল নাসর।

 

এই ম্যাচ মিলিয়ে সৌদি লিগে (Saudi Pro League) টানা পাঁচটি জয় পেল আল নাসর। লিগের প্রথম দুই ম্যাচে কিন্তু আল নাসরকে হারের সম্মুকীন হতে হয়েছিল। তবে এই জয়ের সুবাদে সাত ম্যাচের পর আল হাইলির মতো রোনাল্ডোদের দখলেও ১৫ পয়েন্ট চলে এল। ভাল গোলপার্থক্যের জন্য অবশ্য আল নাসর আপাতত তাদের উপরে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এল। লিগ শীর্ষে আপাতত করিম বেঞ্জেমাদের আল ইত্তিহাদ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপের অনুদান থেকে ক্লাবগুলিকে দেওয়া হোক টাকা, চিঠিতে দাবি প্রাক্তন যুগ্মসচিবের