Mamata Banerjee: বড় বড় চুক্তি হয়েছে, এত সাকসেসফুল প্রোগ্রাম খুব কম দেখেছি, শহরে ফিরে দাবি মমতার

বারো দিনের বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সপার্ষদ এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এদিন বিমানবন্দরে মমতা বলেন, এত সাকসেসফুল প্রোগ্রাম আমি খুব কম দেখেছি। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

এদিন সাংবাদিকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজের লাউড স্পিকার ব্যবহার করে মমতা বলেন, ‘আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ও ইস্ট বেঙ্গল থেকে তারাও ছিলেন। এবং আপনারা জানেন, বড় বড় চুক্তিও হয়েছে। BGBS-এ আসার জন্য মাদ্রিদ, বার্সেলোনা ও দুবাইতে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। FICCI ও ICC মিটিংগুলো অর্গানাইজ করেছিল। এত সাকসেসফুল প্রোগ্রাম আমি খুব কম দেখেছি। প্রবাসী ভারতীয়রাও খুব খুশি’। এর পর সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করতেই পিছন ফিরে গাড়িতে উঠে পড়েন মমতা। সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। 

মুখ্যমন্ত্রীর ১২ দিনের বিদেশ সফরের নির্যাস নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, আগের সফরগুলির মতো এই সফর থেকেও প্রাপ্তি শূন্য। জনগণের করের টাকা খরচ করে মুখ্যমন্ত্রী বেড়াতে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী কালো টাকা বিনিয়োগ করতে মুখ্যমন্ত্রী দুবাই হয়ে মাদ্রিদ গিয়েছেন বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরকালে শালবনিতে ৭০০ কোটি টাকা ব্যায়ে লৌহ ইস্পাত শিল্প ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়া নিউ টাউনে বিপণিবিতান তৈরির প্রস্তাব দিয়েছে দুবাইয়ের লুলু গোষ্ঠী। তবে তাকে শিল্প বলা যায় কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।