ওয়েস্ট হ্যামকে হারালো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ শেষে অপরাজিত থাকলো লিভারপুল। রবিবার অ্যানফিল্ডে তারা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারালো ৩-১ গোলে।

লিভারপুলের মাঠে প্রাণবন্ত শুরু হয়েছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। আলিসন বেকারের ক্ষিপ্রতা বাঁচায় অলরেডদের। ষষ্ঠ মিনিটে টমাস সুসেকের হেড এক হাতে সেভ করেন লিভারপুল গোলকিপার। কয়েক মুহূর্ত পর মিখাইল আন্তোনিও পোস্টের পাশ দিয়ে বল মারেন। 

ওয়েস্ট হ্যাম এই দুটি সুযোগ নষ্টের খেসারত দেয় ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে। দিয়াজের পাস থেকে বক্সে বল পান মোহাম্মদ সালাহ। নায়েফ আগুয়ার্দ ফাউল করে বসেন তাকে। পেনাল্টি থেকে ওয়েস্ট হ্যাম গোলকিপার আলফোন্সে আরেওলাকে পরাস্ত করেন সালাহ।

বিরতির সাত মিনিট আগে এই মিশরীয় ফরোয়ার্ড দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলমুখের কয়েক গজ দূর থেকে পোস্টের বাইরে দিয়ে বল মারেন তিনি।

হতাশা নিয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। ৪২তম মিনিটে জ্যারোড বোয়েনের হেড তাদের জালে জড়ায়। ১-১ এ স্কোর সমতায় এনে বিরতিতে যায় ওয়েস্ট হ্যাম।

ম্যাচের এক ঘণ্টা পার হতে স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাতাসে ভাসানো বল ধরে ডারউইন নুনেজ দুর্দান্ত ভলিতে স্বাগতিকদের লিড এনে দেন।

লিভারপুলের সব অনিশ্চয়তা দূর হয়ে যায় ৮৫তম মিনিটে। বদলি নামার কয়েক মিনিট যেতেই ডিওগো জোতা জাল কাঁপান।

তাতে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানসিটির চেয়ে ২ পয়েন্ট পেছনে তারা।