কেন্দ্রীয় টিম তৈরির সিদ্ধান্ত মেয়রের, কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার অভিযান

কলকাতা শহরের কয়েকটি জায়গায় বেআইনি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ শুধু শোনা যাচ্ছে এমন নয়। খোদ টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে তা জানাতে শুরু করেছেন নগরবাসী। আর তা শুনে বেজায় ক্ষিপ্ত মেয়র ফিরহাদ হাকিম। আবার বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ। খোদ বাঘাযতীন এলাকায় একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়তে হয় কলকাতা পুরসভার কর্মীদের। কারণ সেখানে বাড়ি ভাঙার কাজ বন্ধ করতে ছুটে এসেছিলেন স্থানীয় কাউন্সিলর। পরে অনেক কাঠখড় পুড়িয়ে ওই নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হয়।

এদিকে এই বাধার মুখে পড়ার ঘটনা ঘটেই চলেছে বলে সূত্রের খবর। তাই এই ধরনের সমস্যার সম্পূর্ণ সমাধানে বিল্ডিং বিভাগকে কেন্দ্রীয় টিম তৈরির নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে গার্ডেনরিচ থেকে ফোন আসে। আর এক জনৈক ব্যক্তি সেখানের বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকী এই বেআইনি নির্মাণের জেরে ওই ব্যক্তির বাড়ি এবং রাস্তার সামনে নিকাশি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন। ওই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তাঁর অভিযোগ।

ঠিক কী বলছেন মেয়র?‌ এই কথা শুনে তিনি ওই ব্যক্তিকে আশ্বস্ত করেন এবং ব্যবস্থা নেবেন বলে জানান। তারপর বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘‌বরো স্তরে অনেক সময় অফিসারদের উপর নানা ধরনের চাপ থাকে। তাই এমন বিষয়গুলির ক্ষেত্রে কেন্দ্রীয় টিম পাঠানো প্রয়োজন।’‌ বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারকে এবার বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় টিম গড়ে তোলার নির্দেশ দেন। কলকাতা পুরসভা থেকে ওই টিম শহরের বেআইনি নির্মাণ নিয়ে নজরদারি চালাবে। তারাই আবার ভাঙার কাজ করবে।

আরও পড়ুন:‌ রাজভবনেই শপথ হতে চলেছে ধূপগুড়ির বিধায়কের!‌ তাহলে কি মন্ত্রী হচ্ছেন?

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বেআইনি নির্মাণ ভাঙার জন্য যা করার এবার থেকে করা হবে। তার জন্য যদি কড়া পদক্ষেপ করতেও হয় তাতে পুরসভা পিছিয়ে আসবে না। এমন সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কয়েক মাসে ৫০০–রও বেশি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। আবার অনেক বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে বাধাও এসেছে। আপাতত পাঁচ সদস্যের একটি দল তৈরি রয়েছে। তবে খুব দ্রুতই কেন্দ্রীয় টিম তৈরি করে বেআইনি নির্মাণ ভাঙার অভিযানে নামবে পুরসভা। মেয়রের নির্দেশে এবার থেকে সব বেআইনি নির্মাণ ভাঙতে এই টিম কাজ করবে।