Ajit Maiti: দলীয় কর্মীর গায়ে হাত তুললে সেই হাত আস্ত থাকবে না, BJPকে খোলা হুমকি অজিত মাইতির

তৃণমূল কর্মীরা আক্রান্ত হলে পালটা মারের নিদান দিলেন তৃণমূলের এক জনপ্রতিনিধি। কাঠগড়ায় শাসকদলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতি। শুক্রবার সন্ধ্যায় ঘাটাল শহরে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। প্রশ্ন উঠছে, আইন প্রণেতা কি আইন হাতে তুলে নেওয়ার নিদান দিতে পারেন?

দিন কয়েক আগে ঘাটালের পঞ্চায়েতের উপসমিতি গঠন নিয়ে বিজেপি – তৃণমূল সংঘর্ষ হয়। তখন বিজেপির হাতে তৃণমূলের এক নেতা আক্রান্ত হন বলে অভিযোগ। শুক্রবার সেই ঘটনার পালটা সভা করে তৃণমূল। সেখানে অজিতবাবুকে বলতে শোনা যায়, ‘যে হাতটা উঠেছিল দিলীপ দের গায়ে, সেই হাতটা তো ভেঙে দেওয়া উচিত ছিল। সেই হাতটা ভালো থাকার কোনও দরকার নেই। যে হাতটা মেরেছে, সেই হাতটা রাস্তা বানায়নি, পানীয় জল দেয়নি। তাদের ওপর একটা হাত এসে পড়বে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। এর পর যদি ওই হাত ঘাটালের কোনও তৃণমূলকর্মীর গায়ে ওঠে সেই হাতটা তোমরা ভেঙে দেও, এটা আমি দাঁড়িয়ে তোমাদের বলে যাচ্ছি’।

এর পর সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ‘কয়েকটা নেংটি ইঁদুর দিয়ে সিংহের গায়ে হাত দিয়েছে। এবার সিংহ প্রতিআক্রমণে যায় কি না সেটা দেখতে হবে। আইন আইনের মতো চলবে’।

তমুল সমালোচনার মুখে শনিবারও নিজের বক্তব্যে অনড় ছিলেন পিংলার বিধায়ক। তিনি বলেন, আমি বলেছি গায়ে হাত তুললে সেই হাত আস্ত রাখব না। আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। তাহলে আমি কী বলতাম? বসে বসে মার খান?