Congress Leader ‘abuses’ Modi: বিধুরি কাণ্ডের মাঝে মোদীকে ‘গালি’ হরিয়ানা কংগ্রেস প্রধানের, ‘Pervert’ তোপ বিজেপির

সংসদে দাঁড়িয়ে বিএসপির মুসলিম সাংসদকে অসংসদীয় ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ বিধুরি। সেই ঘটনা নিয়ে তরজা শেষ হতে না হতেই এবার অভিযোগ উঠল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন হরিয়ানার কংগ্রেস প্রধান উদয় ভান। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, সরাসরি প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের নাম না নিয়েও অকথ্য ভাষা প্রয়োগ করছেন কংগ্রেস নেতা। এই ভিডিয়ো ভাইরাল হতেই এবার পালটা তোপ দেগেছে বিজেপি। হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা বিপ্লব কুমার দেব কংগ্রেস নেতাকে ‘বিকৃত মস্তিষ্ক’ বলে আক্রমণ শানিয়েছেন। পালটা বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, উদয় ভানের এই আচরণের নিন্দা কি বিরোধীরা করবেন?

এদিকে হরিয়ানার বিজেপি প্রদেশ সভাপতি ওমপ্রকাশ ধনখড় এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি হরিয়ানার কংগ্রেস প্রধান উদয় ভানের তরফে থেকে খুবণ দুর্ভাগ্যজনক কিছু বিবৃতি শোনা গিয়েছে। তিনি সব ধরনের সীমা অতিক্রম করেছেন। দেশের সব থেকে বর্ষীয়ান নেতা, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে তাঁর এই ধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। আর তারপর ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখনও তিনি তাঁর বক্তব্যে অনড় এবং নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত।’

এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটাই কি রাহুল গান্ধীর ভালোবাসার দোকানের নমুনা? এই ঘটনার নিন্দা জানিয়েছে কোনও বিরোধী নেতা? কংগ্রেস কি এই নেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে?’ এদিকে বিজেপির দলীয় মুখপাত্র শুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস চিরকালই প্রধানমন্ত্রী মোদীকে এই ভাষায় আক্রমণ শানাতে অভ্যস্ত। তিনি বলেন, ‘যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, এবং তাতে কংগ্রেস নেতাকে যে ভাষায় কথা বলতে শোনা গিয়েছে ,তা খুবই বেদনাদায়ক। দেশের সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা এতে আহত। এটা খুবই নীচু মানের ভাষা। কংগ্রেসের নিম্নমানের রাজনীতির নিদর্শন এটা। প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর পরিবারের প্রতি কংগ্রেস চিরকালই এই ধরনের ভাষা প্রয়োগ করে এসেছে।’

এদিকে উদয় ভান নিজের অবস্থানে অনড়। তাঁর কথায়, ‘আমি হরিয়ানভি ভাষায় কথা বলেছি। আমি ভুলটা কি বলেছি? আমি শুধু সত্যিটা তুলে ধরেছি। আমার ভাষায় ভুল কি আছে? হরিয়ানায় এভাবেই সাধারণত কথা বলে সবাই। আমরা অবিবাহিত পুরুষদের ওই নামেই ডাকি এই রাজ্যে। আমার কথাতে অযথা ঘুরিয়ে বড় ইস্যু করা হচ্ছে। হরিয়ানায় এই ভাষাতেই কথা বলা হয়। এটাই স্বাভাবিক।’