Daughter’s Day Wishes: আজ কন্যা দিবস, এমন দিনে মেয়েকে একটা শুভেচ্ছাবার্তা তো পাঠান! কী লিখবেন, জেনে নিন

প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার কন্যা দিবস পালিত হয়। এই বছরের ২৪ সেপ্টেম্বর এটি পালিত হচ্ছে। পিতামাতাকে তাঁদের জীবনে কন্যা সন্তানের গুরুত্ব উপলব্ধি করাতে এই দিনটি পালন করা হয়।

এমন দিনে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাবেন আপনার কন্যাকে? জেনে নিন এখান থেকে। 

  • প্রিয় কন্যা, তোমাকে কন্যা দিবসের শুভেচ্ছা! তুমি আমাদের জন্য একটি আশীর্বাদ। এই কথাটি সব সময়ে মনে রেখো। 
  • মেয়েরা হল দেবদূত। তাই তো আমাদের জীবনে আসা মাত্র প্রতিটা মুহূর্ত অফুরন্ত আনন্দ এবং ভালবাসায় ভরে ওঠে। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা। 
  • কন্যা হল অতীতের আনন্দময় স্মৃতি, বর্তমানের সুখের মুহূর্ত, আর ভবিষ্যতের আশা এবং প্রতিশ্রুতি। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • কন্যা সন্তান হলো ঈশ্বরের দান। তারা মাতা পিতাকে যেমন বোঝে তেমন তাঁদের প্রতি যত্নবানও হয়। সুখী জীবন কাটাতে কন্যা সন্তানের সান্নিধ্যে থাকা সৌভাগ্যের বিষয়। শুভ কন্যা দিবস।

(আরও পড়ুন: আজ কন্যা সন্তান দিবস! এমন কথা আছে, যা শুধু মেয়েরাই বোঝে, কী কী বলুন তো)

  • শুভ কন্যা দিবস। তুমি আমাদের দিনগুলিকে আলোকিত করেছো এবং তোমার উপস্থিতি দিয়ে তাদের উজ্জ্বল করেছো। তোমাকে কন্যা হিসেবে পেয়ে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • জীবনের প্রতিটা বাঁকে মেয়েদের আগে এগিয়ে দেওয়া এবং প্রয়োজনে তাঁদের পাশে থাকাটাই প্রতিটি বাবা-মায়ের প্রথম এবং প্রধান কর্তব্য। কারণ মেয়েরা তো বাবা-মায়ের ঐশ্বর্য। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • মেয়েরা আজীবন নিজেদের স্বার্থ ত্যাগ করে অন্যদের ভালো রাখার চেষ্টায় ঘাম ঝরিয়ে যায়। তাই তাঁদের থেকে মূল্যবান সম্পদ যে আর কিছু হয় না, তাতে কোনও সন্দেহ নেই। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • বাবা-মা হিসেবে আমাদের সবার কর্তব্য হল মেয়েদের পাশে থাকা। তাঁদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করা এবং অবশ্যই একজন প্রকৃত মানুষ হিসেবে তাঁদের গড়ে তোলা। এই কাজগুলি আমরা যদি ঠিক মতো করতে পারি, তাহলে তার সুফল আমরা একদিন না একদিন পাবই। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • কন্যা হল ফুলের মতো। যে ঘরে আসে সেই পরিবারে সুগন্ধে ভরে ওঠে, জীবনের ক্যানভাস হয় আরও রঙিন। তোমায় কন্যা দিবসের শুভেচ্ছা।
  • কন্যা সন্তানরাই পারে বড় হয়ে একদিন বাবা-মায়ের সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠতে। তাই আপনার বাড়ির মেয়েটির সঙ্গেও মন খুলে হাসুন, চোখ খুলে স্বপ্ন দেখুন এবং তাঁকে অফুরন্ত ভালোবাসায় ভরে দিন। দেখবেন ভবিষ্যতে কন্যা সন্তানের চাইতে বড় সাপোর্ট আর কিছুই হবে না পৃথিবীতে। হ্যাপি ডটার্স ডে।