Shubman Gill Equals Ponting, Zooms Past Tendulkar With 6th ODI Century; Iyer Shines With Perfectly-timed Ton Before WC Get To Know

ইন্দোর: অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ব্যাটারদের। শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও শুভমন গিল (Subhman Gill)। দু জনে মিলে বোর্ডে ২০০-র বেশি পার্টনারশিপ গড়লেন। চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে নিজের ছন্দে খুঁজছিলেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের আগে তাঁর রান পাওয়াটা ভীষণভাবে দরকার ছিল। আগের ম্যাচে রান আউট হতে হয়েছিল। এদিনের ম্যাচ অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ব্য়াটিংয়ের নমুনা রাখেন শ্রেয়স (Shreyas Iyer)। প্রায় ১১ মাস পরে সেঞ্চুরি এল শ্রেয়সের ব্যাট থেকে। কামিন্সহীন অজি বোলিং লাইন আপকে রীতিমত গলি পর্যায়ে নামিয়ে আনেন ২ তরুণ ভারতীয় ব্যাটার। 

এদিন প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। রুতুরাজ গায়কোয়াড এদিন মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপরই গিলের সঙ্গে জুটি বাঁধেন শ্রেয়স। ৯০ বলে ১০৫ রানের ইনিংস খেলে আউট হন শ্রেয়স। সিন অ্য়াবটের বলে ম্যাথু শর্টসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শ্রেয়স। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান এই ডানহাতি। অন্যদিকে গিল তাঁর কেরিয়ারের ৬ নম্বর ওয়ান ডে সেঞ্চুরি হাঁকান। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ওপেনার। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে ১২০০ রান পূরণ করে ফেলেছেন গিল। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। এক ক্যালেন্ডার বর্ষে সচিন ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ১৯৯৬ সালে। বিরাট, রোহিত ২০১৭ সালে এই নজির গড়েছিলেন। তাঁদের টপকে গেলেন গিল। 

উল্লেখ্য, এই ম্যাচে ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলবেন না। এমনকী তিনি দলের সঙ্গে ইনদওরেও যাননি। বিসিসিআইয়ের তরফে ম্যাচের প্রাক্কালেই বুমরার না খেলার কথাটি জানানো হয়। দীর্ঘমেয়াদি চোট কাটিয়ে হালেই আয়ারল্যান্ড সফরে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন বুমরা। তাই তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই ভারতীয় অনুরাগীদের চিন্তার বড় কারণ। তবে সমর্থকদের উদ্বেগের কোনও কারণ নেই। বুমরার কোনওরকম চোট লাগেনি।

বিসিসিআইয়ের তরফে জানানো হয় তিনি নিজের পরিবারের সঙ্গে দেখা করার জন্যই অল্প দিনের ছুটি পেয়েছেন। সেই কারণেই ইনদওরে তাঁকে খেলতে দেখা যাবে না। তাঁর বদলে ভারতীয় দলে দ্বিতীয় ওয়ান ডের জন্য যোগ দিয়েছেন বাংলার হয়ে খেলা তারকা ফাস্ট বোলার মুকেশ কুমার । মুকেশ অবশ্য শুধু এই ম্যাচের জন্যই ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ২৭ সেপ্টেম্বর রাজকোটে তৃতীয় ওয়ান ডে আয়োজিত হবে। সেই ম্যাচের আগেই বুমরার ভারতীয় দলে ফিরে আসার কথা। বুমরা ফিরলেই মুকেশকে ছেড়ে দেওয়া হবে।