প্রমাণ হল ইডি – সিবিআয়ের ওপর কেন্দ্রের কোনও নিয়ন্ত্রণ নেই: শুভেন্দু

আদালতের পর্যবেক্ষণ প্রমাণ করে ইডি – সিবিআইয়ের ওপর কেন্দ্রীয় সরকার বা বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই। প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির পেশ করা অভিষেকের সম্পত্তির খতিয়ান নিয়ে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ নিয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘বন্দ্যোপাধ্যায় পরিবার ও রাজ্যের দুর্নীতি নিয়ে বিচারব্যবস্থা যে ভাবে এগিয়ে এসেছে এর শেষ তারা দেখতে চায়’।

এদিন সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি আদালতের নির্দেশকে স্বাগত জানাব। এতে প্রমাণ হচ্ছে তদন্তকারী সংস্থার ওপরে কেন্দ্রীয় সরকার বা বিজেপির কোনও প্রভাব বা প্রত্যক্ষ নজরদারি নেই। আমি বার বার আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করেছি। বন্দ্যোপাধ্যায় পরিবার ও রাজ্যের দুর্নীতি নিয়ে বিচারব্যবস্থা যে ভাবে এগিয়ে এসেছে এর শেষ তারা দেখতে চায়। ইডির নীচের তলার তদন্তকারী আধিকারিক বা অন্যান্যদের আরও সিরিয়াস হওয়া উচিত। সময় বেঁধে হাইকোর্ট যা যা তথ্য চেয়েছে তা দিয়ে দেওয়া উচিত’।

নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্পূর্ণ তালিকা পেশ করায় সোমবার প্রায় ১ ঘণ্টা ধরে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে তুমুল ভর্ৎসনা করেন তিনি।