মুখ্যমন্ত্রীর ঠিকানা থেকে কি নিয়ম মেনে সরানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের দফতর?

লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির তালিকায় নেই একদা দফতরের নিজের ঠিকানাই। কী করে এমনটা হতে পারে তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে কি নিয়ম মেনে সরানো হয়েছে দফতরের ঠিকানা? ইডির কাছে জানতে চাইলেন বিচারপতি।

এদিন বিচারপতি সিনহা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে প্রশ্ন করেন, ‘এক সময় লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানা ছিল ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই ঠিকানা কি তাদের সম্পত্তির তালিকায় রয়েছে? তার পর কোম্পানির ঠিকানা কি নিয়ম মেনে বদল হয়েছে?’ জবাবে ইডি আধিকারিক বলেন, ‘কোম্পানি বিষয়ক দফতরের ওয়েবসাইট বলছে নিয়ম মেনে সংস্থার ঠিকানা বদল হয়নি।’ বিচারপতি বলেন, ‘তাহলে এটা একটা বেআইনি কাজ।’

এদিন বিচারপতি প্রশ্ন করেন, ‘এই দুর্নীতির সঙ্গে বিনোদন জগতের কতজন ব্যক্তি যুক্ত?’ জবাবে ইডি আধিকারি বলেন, মাত্র একজনেরই যোগ পাওয়া গিয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। এর পর বিচারপতি সিনহা বলেন, আমরা তাদের খোঁজে আছি যাদের ভিতরে থাকার কথা কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছে।

এদিন লিপস অ্যান্ড বাউন্ডসের হত্তাকত্তাদের সম্পত্তির অসম্পূর্ণ তালিকা পেশ করায় প্রায় ১ ঘণ্টা ধরে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ভর্ৎসনা করেন বিচারপতি সিনহা।