IND Vs AUS 2nd ODI: Ravichandran Ashwin Breaks Anil Kumble’s Record With Superlative Spell

ইনদওর: প্রায় ২০ মাস ভারতীয় (Indian Cricket Team) ওয়ান ডে দলের বাইরে থাকার পর হঠাৎ করেই চলতি ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS ODI Series) সিরিজে আর অশ্বিনের (R Ashwin) ডাক পাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে ইনদওরে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অশ্বিন দেখিয়ে দিলেন শুধু টেস্ট নয়, ওয়ান ডেতেও তিনি উইকেট নিতে সমান দক্ষ। আর এই ম্যাচেই কিংবদন্তি অনিল কুম্বলেকে (Anil Kumble) পিছনে ফেলে নতুন রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

অশ্বিন সাত ওভারে ৪১ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তাঁর ভাল বোলিং ভারতের জয়ের অন্যতম বড় কারণ। মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও জশ ইংলিশকে সাজঘরে ফেরান তিনি। এদিন ওয়ার্নারের উইকেট নিয়েই রেকর্ড গড়লেন অশ্বিন। কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় হিসাবে সর্বাধিক উইকেটসংগ্রাহক (সব ফর্ম্যাট মিলিয়ে) হয়ে গেলেন অশ্বিন। তাঁর দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৪টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। অনিল কুম্বলের ১৪২টি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটের বদলে তিনে ব্যাট করবেন শ্রেয়স? জল্পনা প্রসঙ্গে কী বললেন তিনি?