Nawsad Siddiqui Vs Sawkat Mollah: NHRC ওকে ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ বলেছে, জঙ্গিদের নায়ক বলায় সওকতকে আক্রমণ নওসাদের

তাঁকে ‘জঙ্গিদের নায়ক’ বলে মন্তব্য করায় তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ভাঙড়ের ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। সওকতের মন্তব্যকে গুরুত্বহীন বলে উল্লেখ করে নওসাদ বলেন, ওকে তো জাতীয় মানবাধিকার কমিশন নটোরিয়াস ক্রিমিন্যাল বলেছে।

সোমবার নওসাদ বলেন, ‘ওর কথার আমি কী জবাব দেব? ওর কথার কোনও গুরুত্ব আছে না কি? ওকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ‘তুই বোমা বানাস’। জাতীয় মানবাধিকার কমিশন ওকে ‘নটোরিয়াস ক্রিমিন্যাল’ (কুখ্যাত দুষ্কৃতী) বলেছে। ওর মন্তব্যকে আমি পাত্তা দিই না।’

নওসাদ আরও বলেন, ‘কয়েকদিন আগে সংসদে যখন একজন মুসলিম সাংসদকে কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হয়েছিল তখন দেশজুড়ে সবাই প্রতিবাদ করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধিকে জঙ্গি বলা হচ্ছে। তাতে কারও কোনও ভ্রুক্ষেপ নেই। কেউ কোনও কথা বলছে না। কাউকে দেখতে পাচ্ছি না।’

তিনি বলেন, ‘সওকত মোল্লা এর আগেও আমার সম্পর্কে কুকথা বলেছেন। এরাই মুখ্যমন্ত্রীর সম্পদ। আমি আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আবার আদালতে যাব। আদালতেই এর বিরুদ্ধে লড়াই হবে।’

রবিবার সন্ধ্যায় ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বলেন, যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যারা, তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি বসেছিলাম। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলেছে’।