NRS-এ কলকাতা পুলিশের অভিযান, ধরা পড়ল রোগী ভর্তির ২ দালাল

রোগীভর্তির নামে টাকা নেওয়ার সময় কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ২ দালালকে হাতে নাতে ধরল পুলিশ। শনিবার সন্ধ্যায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার বিশেষ অভিযানে ধরা গৌতম সরকার ও বিলাস মিশ্র নামে ওই ২ ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান আগামীতেও চলবে।

কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালরাজ চলছে বলে শুক্রবার বিকেলে অভিযোগ করেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। এর পর শনিবার সন্ধ্যায় কাকতালীয়ভাবে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজে একযোগে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। সঙ্গে ছিলেন অন্যান্য বিভাগের পুলিশকর্মীরাও।

সাধারণ পোশাকে হাসপাতালে ঢুকে এমারজেন্সির সামনে ঘোরাঘুরি শুরু করেন তাঁরা। জরুরি রোগী ভর্তি করতে হবে বলে উদ্বেগ প্রকাশ করতে থাকেন তাঁরা। তখনই ফাঁদে ধরা দেয় ২ দালাল। টাকার বিনিময়ে রোগী ভর্তি করিয়ে দেবে বলে দাবি করে তারা। সঙ্গে সঙ্গে তাদের পাকড়াও করেন সেখানে ছড়িয়ে থাকা অন্য পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌতম সরকার নদিয়ার রানাঘাটের ও বিলাস মিশ্র কলকাতার নারকেলডাঙার বাসিন্দা।

এক রোগীর আত্মীয় জানিয়েছেন, PG তে নিয়ে গিয়েছিলাম। সেখানে ভর্তি করতে ১৫ হাজার টাকা চেয়েছিল। এখানে ২০০০ টাকা দিয়ে ভর্তি করেছি। রোগীর আত্মীয়দের অভিযোগ, সরকারি মেডিক্যাল কলেজে টাকা না দিয়ে রোগী ভর্তি করানো প্রায় অসম্ভব। এই চক্রে আর কারা যুক্ত ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।