ট্রেনে চাদর দিয়ে ঝুলন্ত বিছানা বানিয়ে জমিয়ে ঘুম, ভিডিয়ো দেখে তাজ্জব হবেন

ভারতবর্ষের যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রধান লাইফলাইনটি হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থা। আর বহু ক্ষেত্রেই দূরপাল্লার যাত্রা কিংবা স্বল্প সময়ের যাত্রা, সর্বত্রই যাত্রীদের জন্য অপেক্ষা করে থাকে ট্রেনে ভিড়ের আতঙ্ক। হ্যাঁ, বিপুল জনসংখ্যার এই দেশে অপর্যাপ্ত গণপরিবহন থাকার ফলে বেশ কিছুটা সমস্যাতেই পড়তে হয় যাত্রীদের। নিত্যদিনের এই অভিজ্ঞতা যাত্রীদের বেশ কিছু শিক্ষাও দেয়। তেমনই এক অবাক করা ঘটনা ভাইরাল হল ইনস্টাগ্রামে।

এই ভিড় মোকাবিলা করার জন্য এক ব্যক্তি অভিনব এক সমাধান বেছে নিয়েছেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একজন যুবক রেলের দুটি স্লিপার সিটের মাঝেই বানিয়ে নিয়েছে তার ঝুলন্ত বিছানা। ভিডিয়োটির পোস্টদাতা হাতিম ইসমাইল ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, গোটা ট্রেনিটিই ভিড়ে ঠাসা। বেশ কয়েকজন ব্যক্তি মাটিতেই ঘুমোচ্ছেন, কেউবা এদিক-ওদিক মাথা গুঁজে যাওয়ার বন্দোবস্ত করেছেন বাকি যাত্রাটা। কিন্তু জনৈক এই যুবক সকলকে ছাড়িয়ে তার ট্রেন যাত্রা আরামদায়ক ও নিশ্চিত করার জন্য বেছে নিয়েছে দুটি স্লিপার এর আপার সিট থেকে ঝুলন্ত একটি বিছানা, যা তৈরি করা হয়েছে একটি মাত্র চাদর দিয়ে। দেখা যাচ্ছে সেই বিছানায় ঝুলন্ত অবস্থাতেই শান্তিতে ঘুমাচ্ছে।

দেখুন ভিডিয়োটি:

গত ২৬ অগস্ট শেয়ার করা ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হয়।শত শত মন্তব্য ভেসে আসে পোস্টটি ঘিরে। কেউ কেউ দেশের অত্যন্ত বেশি জনসংখ্যার জন্য এমন অবস্থা বলে মন্তব্য করেন। আবার কেউ ওই যুবকের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যান। কেউ কেউ মন্তব্য করেছেন, এই ধরনের প্রবণতা ওই যুবকটি এবং অন্যান্য যাত্রীদের জন্য বিপদজনক হতে পারে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী একজন লিখছেন, ‘আমিও ওই রকম বিশেষ ঝুলন্ত বিছানার বিশেষ বাচ্চাটি হতে চাই।’ অন্য একজন অবশ্য মন্তব্য করছেন, ‘সে ট্রেনের চেয়ে তার চাদরকেই বেশি বিশ্বাস করে।’ এরকম একের পর এক মন্তব্যে ভরে যায় পোস্টটি। তৃতীয় এক ব্যক্তি রসিকতা করে বলেন, এ যেন জেনারেল ক্লাসে ফার্স্ট ক্লাস ভ্রমণের মতো ব্যাপার। এভাবেই ভাইরাল হওয়া ভিডিয়োতে বিভিন্ন মন্তব্যে মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়ে যান।