Asian Games 2023: Indian Hockey Team Thumps Singapore 16-1

হাংঝৌ: উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬-০ গোলে জয় দিয়ে এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অভিযান শুরু করেছিল ভারতীয় হকি দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও ফের একবার ১৬ গোল দিল ভারত। এবার ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর (IND vs SGP)। অবশ্য় এই ম্যাচে হরমনপ্রীতদের এক গোল হজম করতে হয়। ১৬-১ স্কোরলাইনে জয় পেল ভারতীয় হকি দল (Indian Hockey Team)।

 পুল ‘এ’-র ম্যাচে ভারতের হয়ে হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। প্রথম কোয়ার্টারে ভারতীয় দলকে তেমন ছন্দে দেখায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারেই তেড়েফুড়ে আক্রমণ শুরু করে ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৬-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল। মনদীপ সিংহ জোড়া গোল করেন। তিনি বাদে ললিত, গুরজন্ত, সুমিত এবং বিবেক সকলে একটি করে গোল করেন। দ্বিতীয়ার্ধের প্রথম কোয়ার্টারে ভারতীয় দল নিজেদের দাপট বজায় রাখে। পাঁচ পাঁচটি গোল করে ভারত। শেষ কোয়ার্টারেও আরও পাঁচবার প্রতিপক্ষের জালে বল জড়ান ভারতীয় হকি তারকারা। 

 

দুই ম্যাচে মোট ৩২ গোল করে দাপট দেখানোর পর নিঃসন্দেহে ভারতীয় হকি তারকাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে এরপরের দুই ম্যাচে কিন্তু ভারতীয় দলকে বেশ চ্যালঞ্জিং প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। ২৮ সেপ্টেম্বর হরমনপ্রীতরা গত বারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে খেলবে। ঠিক তার দুইদিন পরেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ অক্টোবর ভারতকে চ্যালঞ্জ জানাবে বাংলাদেশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ১৩ বছর পর এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারতীয় ফুটবল দল, চমকের পূর্বাভাস কোচ স্তিমাচের